ফোনের ভাইরাস দূর করার উপায়

স্মার্টফোন আমাদের সর্বক্ষণের সঙ্গী। দিনের বেশির ভাগ সময় কাটে ফোনের স্ক্রিনে দিকে চেয়ে থেকে। কোনো একটি অ্যাপে ঢুকলেন কিংবা কোথাও ব্রাউজ করার পর নানান এড আসতে থাকে। ক্লিক করলেন তো বিপদ ঘরে নিয়ে এলেন। এসব অ্যাড কিংবা লিংকে থাকে ভাইরাস এবং ম্যালওয়্যার। চলুন এই ক্ষতিকারক ভাইরাস কিভাবে দূর করবেন তা জেনে নেওয়া যাক।

Exit mobile version