বকা খেয়ে ভার্জিনিয়ায় স্কুল শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের শিশু!

সন্ধান২৪.কমঃ ফের গুলি হামলার ঘটনা ঘটল আমেরিকায় । এবার বন্দুকবাজের বয়স মাত্র ছ বছর। স্কুলের ভিতরেই শিক্ষিকাকে গুলি করল ছ বছরের ছাত্র। শুক্রবার আমেরিকার ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছেন ৩o বছরের ওই স্কুলশিক্ষিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজধানী রিচমন্ডের কাছে রিচনেক এলিমেন্টারি স্কুলের এই ঘটনা সামনে আসতেই স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। ছ বছরের ওই অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। শনিবার ভার্জিনিয়া পুলিশের আধিকারিক স্টিভ ড্রিউ বলেন, “এটি কোনও দুর্ঘটনা নয়। অভিযুক্ত ছাত্র নির্দিষ্ট ভাবে ওই শিক্ষিকাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।”

কী জানিয়েছে পুলিশ?

রিচনেক এলিমেন্টারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ওই ছাত্রের ব্যবহারে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। স্কুলের প্রিন্সিপাল জর্জ পার্কার বলেন, “আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছি। স্কুলপড়ুয়ারা যাতে কোনও অবস্থাতেই আগ্নেয়াস্ত্রের নাগাল না পায়, তা আমাদেরই নিশ্চিত করতে হবে।”

ক্লাসরুমের মধ্যেই লুটিয়ে পড়েন বছর তিরিশের ওই শিক্ষিকা। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। রিচমন্ড শহরের শুক্রবারের এই ঘটনায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছ’বছরের ওই ছাত্রের হাতে পিস্তল এল কীভাবে? শহরের পুলিস প্রধান স্টিভ ড্রু বলেন, ‘অভিযুক্ত ছ’বছরের শিশু। তাকে এখন হেফাজতে রাখা হয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়। ওই শিক্ষিকাকে নিশানা করে গুলি চালায় অভিযুক্ত শিশুটি।’
অন্যদিকে, স্কুলের সুপারিন্টেন্ডেন্ট জর্জ পার্কার বলেন, ‘আমরা বাকরুদ্ধ। ওইটুকু বাচ্চা পিস্তল পেল কীভাবে? ঈশ্বরের কৃপায় ক্লাসের বাকি পড়ুয়াদের কিছু হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষকরা অসহায়। আগ্নেয়াস্ত্র এত সহজলভ্য কীভাবে, তা দেখুক প্রশাসন।’ 

Exit mobile version