বাংলাদেশকে সামনে রেখে ভারতকে বিপদে ফেলতে চাইছে পাকিস্তান, তারাও বয়কটের পথে?

সন্ধান২৪.কম ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় বাংলাদেশকে সামনে রেখে ভারতকে মহা বিপদে ফেলতে চাইছে পাকিস্তান ? সে দেশের একটি অংশ থেকে পরিস্কার দাবি উঠেছে, পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করা উচিত। কারণ, এটাই ভারতকে চাপে ফেলার সঠিক সময়।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং উইকেটরক্ষক রশিদ লতিফ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই পরামর্শ দিয়েছেন। লতিফ ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন।

তাঁর বক্তব্য, বর্তমান ক্রিকেট বিশ্ব যে ভাবে চলছে সেই ইকোসিস্টেমকে চ্যালেঞ্জ জানাতে পিসিবির বিশ্বকাপ থেকে সরে আসা উচিত। ইউটিউব চ্যানেল ‘কট বিহাইন্ড শো’-তে লতিফ বলেন, “পাকিস্তান যদি না খেলে, তা হলে ভারত-পাকিস্তান ম্যাচই হবে না। তা হলে বিশ্বকাপের ৫০ শতাংশ জৌলুসই শেষ হয়ে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটাই বড় সুযোগ।”

তিনি আরও বলেন, “পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা। এখনই এই অবস্থান নেওয়ার সঠিক সময়। এটা করার জন্য সাহসের প্রয়োজন।”

প্রাক্তন উইকেটরক্ষক মনে করেন, ভারতে না যাওয়ার যে সিদ্ধান্ত বাংলাদেশ নিয়েছে, তা সঠিক। তাঁর মতে, বাংলাদেশের দাবি না মেনে আইসিসি ভুল করেছে এবং ভবিষ্যতের পরিণতির কথা না ভেবে পাকিস্তানেরও উচিত বাংলাদেশের পাশে থাকা। তবে কেউ কেউ মনে করছেন, সেটা উচিত হলেও পাকিস্তান তা করবে না।

তিনি বলেন, “ট্রাম্প কার্ড এখনও পাকিস্তানের হাতেই আছে। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান এর চেয়ে ভাল সুযোগ আর পাবে না। পাকিস্তানের না খেলা মানে বিশ্বকাপ থমকে যাওয়ার মতো অবস্থা। পাকিস্তানের হাতেই মূল চাবিকাঠি। হ্যাঁ, ভবিষ্যতে পাকিস্তানের হয়তো ক্ষতি হবে। আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু এটাই সময়।”

তবে লতিফ যতই বিশ্বকাপ বয়কটের পরামর্শ দিন, পাক বোর্ডেরই একটি অংশ মনে করছে, এটা করা মুর্খামি হবে। কারণ, বিশ্বকাপ বয়কট করার কোনও যুক্তি পাকিস্তানের কাছে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, ‘‘বাংলাদেশের বক্তব্যকে পাকিস্তান পূর্ণ সমর্থন করে। কারণ, ভারতের কথায় পাকিস্তানের ম্যাচ দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশও যখন একই দাবি করছে, তখন তা মানা হচ্ছে না। এই পরিস্থিতিতে পাকিস্তানের কী করা উচিত, তা আমরা ভেবে দেখছি।

ভারতের বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার মদন লাল আবার মনে করছেন, বিশ্বকাপে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নেওয়ার পিছনে পাকিস্তানের প্ররোচনা রয়েছে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের পেসার পাকিস্তানের সমালোচনা করে বলেছেন যে, তারা ভারতকে হেয় করার লক্ষ্যেই বাংলাদেশকে প্ররোচিত করছে।

‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি মনে করি এটা বাংলাদেশের বোকামি। ওরা বিশ্বকাপ খেলতে না এলে ভারতের কোনও ক্ষতি হবে না। বাংলাদেশই সব হারাবে। কারণ, বাণিজ্যিক দিক থেকে এত বড় একটা টুর্নামেন্টে না খেলাপ মানে ওদের জন্য বিশাল বড় ক্ষতি।”

এর পরেই তিনি বলেন, “আমার মনে হয় বিশ্বকাপে না খেলার জন্য পাকিস্তানই ওদের উস্কানি দিচ্ছে। ওরা শুধু ভারতকে নীচে নামাতে চায়। আমি মনে করি এটা সম্পূর্ণ রাজনীতি। আনন্দবাজার ডট কম ডেস্ক

 

 

Exit mobile version