সন্ধান২৪.কমঃ বাংলাদেশ,ভারত,কানাডা ও লন্ডনের পর আভিজাত্যের প্রতিক পোষাক বিক্রয় প্রতিষ্ঠান ‘প্রেমস কালেকশন্স ’(Prem`s Collections) এবার এলো নিউইয়র্কে।

গত ১০ নভেম্বর সন্ধায় নিউইয়র্কের জ্যামাইকায় দৃষ্টিনন্দন, আধুনিক ও রুচীশীল ব্রান্ডের এই পোষাক বিক্রয় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এর সাথে যুক্ত আছে বিউটি সেলুন।

জ্যামাইকার ১৬৮-৩১ হিলসাইডে ‘প্রেমস কালেকশনস’ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে বলে জানান, প্রতিষ্ঠানটির অন্যতম পার্টনার প্রেম। তিনি বলেন, বাংলাদেশ,ভারত,কানাডা ও লন্ডনে এই প্রতিষ্ঠানের পোষাকের মূল্য যে ভাবে নির্দ্ধারণ করা হয়েছে,এখানেও সেই ভাবেই দাম ঠিক করা হয়েছে।

এই প্রতিষ্ঠানের আর একজন পার্টনার নিউইয়র্কের পরিচিত মুখ ফাহাদ সোলায়মান লেহেঙ্গা,শাড়ি,ব্লাউজ,পাঞ্জাবী,ফতুয়াসহ অন্যান্য সামগ্রী কেনার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান । তিনি বলেন, এতদিন নিউইয়র্কের বাজারে আলাদা পরিসরে কোন ভাল মানের ‘ক্লাসিক’ পোষাকের দোকান ছিল না। সেটি মাথায় রেখে ক্রেতারা যাতে করে আধুনিক রুচি সম্পন্ন নতুন নতুন ডিজাইনের যাবতীয় পোষাক সুলভ মূল্যে কিনতে পারেন এজন্য এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

প্রেমস কালেকশনস’ আর একজন অংশিদার পান্না জানান , এই নতুন ফ্যাশানের ব্রান্ডটি শুধু একটি ক্রয়কেন্দ্র নয়; এটি পোষাক শিল্পে ঐতিহ্য ও সৃষ্টিশীলতার প্রতীক। গ্রাহকেরা প্রতিটি পোষাকে পাবেন অসাধারণ কিছু শিল্পকর্ম যা ঐতিহ্য ও সংস্কৃতি সম্পৃক্ততার পরিচয় বহন করে।

প্রেমস কালেকশনস’র নতুন যাত্রা উপলক্ষে আগামী একমাস বিশেষ ছাড় দেয়া হবে বলে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ থেকে ঘোষনা দেয়া হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংগীত শিল্পী রিজিয়া পারভিন , সাপ্তাহিক ঠিকানার সিইও এম এম শাহীন, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ ,কমিউনিটি লিডার নাসির আলী খান পল, সমাজ সেবক নরুল আজিম , প্রিসিলাসহ কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিরা। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কাজী আব্দুল কায়্যুম।

উদ্বোধনের সময় অত্যাধুনিক মানের রেডিমেট পোষাকের এই বিক্রয়কেন্দ্রটি পরিদশর্ন ও পোষাক কিনতে বহু ক্রেতা উপস্থিত ছিলেন।


