সন্ধান২৪.কম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদের ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গতকাল। বেসরকারিভাবে পাওয়া ফলাফল অনুযায়ী এর মধ্যে দুটির ফল ঘোষণা স্থগিত রয়েছে। চূড়ান্ত ও আংশিকভাবে ফলাফল ঘোষিত বাকি ২৯৭ আসনের মধ্যে ২২৪টিতে জয় পেয়েছেন বা জয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। নির্বাচনে দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। দলটি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬১টি আসন। আরেকটি আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
বিশাল ব্যবধানে জয়ের সুবাদে এ নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন শেখ হাসিনা।
বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪। এর মধ্যে ২৮টি এবারের নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপিসহ বাকি দলগুলো নির্বাচন বর্জন করে। তাদের সঙ্গে রয়েছে বেশ কয়েকটি অনিবন্ধিত রাজনৈতিক দলও।
দেশের ২৯৯টি সংসদীয় আসনে গতকাল সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯। নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০। ৮৪৮ জন ছিলেন তৃতীয় লিঙ্গের ভোটার। এবারের নির্বাচনে মোট ভোটারের ৪০ শতাংশের মতো ভোট দিয়েছে বলে গতকাল বিকালে ভোট গ্রহণ শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ভোট বর্জন সফল হওয়ার দাবি করে ভোটারদের অভিনন্দন জানিয়েছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, বিএনপির ভোট বর্জনের ডাক কেউ গ্রাহ্য করেনি। ব্যালটের মাধ্যমে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।