সন্ধান২৪.কম: আগামী অক্টোবরে নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ৩০ জুন রোববার ছিল সোসাইটির সদস্য হবার শেষ দিন ছিল। রোববার সদস্য পত্র জমা পড়েছে প্রায় ১০ হাজার। এর আগে জমা পড়েছিল প্রায় ৭ হাজার। সদস্য ফরম থেকে সোসাইটির আয় হয় ৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার।
এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা এখন পর্যন্ত ১৮১৮৩। এর মধ্যে আজীবন সদস্য ৮৫৩ জন। আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে ১৭৩৩০। এছাড়া নিউইয়র্ক সিটির ৫টি বরোতে কিছু সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল,সেগুলো ১৭৩৩০এর সাথে যোগ করা হবে।
জমা দেয়া সদস্য ফরম এখনও যাচাই-বাছাই শুরু হয় নাই। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানান সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, প্রথমে আইডি দেখে ডাটাবেজ তৈরী করা হবে এর পর কার্যকরী কমিটি সভা আহŸান করে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা দেয়া হবে। তবে সেটি জুলাই মাসের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানান আমিনুল ইসলাম।
একটি সুত্র জানিয়েছে, সোসাইটির নির্বাচনে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চুড়ান্ত। অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি। তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারন সম্পাদক প্রার্থী হবেন। আর রব মিয়া সভাপতি প্রার্থী হলে তাদের সাধারন সম্পাদক খুঁজতে হবে। তা স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগবে।
সুত্র জানিয়েছে, বাংলাদেশ সোসাইটির ভোট জমা দেবার বিবেচনায় সেলিম-আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে।
বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী অক্টোবরে,এর মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আহমেদ (জনি) এবং নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ এ হাকিম মিয়া, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ এ মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রাহমান (বাদল) ও আহবাব চৌধুরী খোকন।
 
                                 
			 
    	 
                                 
                                

