বাইডেনের ‘কমান্ডার’ যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে

সন্ধান২৪.কম : প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর ‘কমান্ডার’ যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, পশু প্রেমী হিসেবে ভালো পরিচিতি রয়েছে জো বাইডেনের। এমনকি হোয়াইট হাউসেও তিনি নিজের সঙ্গে তার পোষা কুকুরগুলো রেখেছেন। এই পরিস্থিতিতে পোষা কুকুরটিকে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষকের ব্যবস্থা করা হচ্ছে।

বিষয়টি এতটাই ভয়ংকর যে, কমান্ডারের কামড়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই কমান্ডার সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন সিক্রেট সার্ভিসের এক সদস্যকে কামড় দেয় । তখন ফার্স্ট লেডি জিল বাইডেন এই কুকুরটিকে নিয়ন্ত্রণে ব্যর্থ হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম।
বাইডেন ২০২১ সালে ছোট্ট কমান্ডারকে হোয়াইট হাউসে আনেন এবং জার্মান শেফার্ড এই কুকুরটির বয়স ছিল তখন মাত্র দুই বছর। কমান্ডার বাইডেনের ভীষণ প্রিয় একটি পোষা প্রাণী।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, গত কয়েক মাসে কুকুরটি কমপক্ষে ১০ জনকে কামড়েছে। এমতাবস্থায় কমান্ডারকে আচরণ সংশোধনের প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া ফার্স্ট লেডি জিল বাইডেনের যোগাযোগ বিষয়ক পরিচালক সংবাদমাধ্যমকে বলেন, ‘পোষা প্রাণীগুলোর মাঝে মাঝেই হোয়াইট হাউসের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সমস্যা হয়। কারণ এখানকার চাপ তারা নিতে পারে না। তখন কিছুটা খ্যাপাটে আচরণ করে।

Exit mobile version