ভাগ্যিস কাতারে কোনো বঙ্গোপসাগর নেই! : লুৎফর রহমান রিটন

ভাগ্যিস কাতারে কোনো বঙ্গোপসাগর নেই!

 কাতারের রাজধানী ‘দোহা’র একটা এলাকার নাম কাতারা। কাতারা এলাকায় বেশ কিছু শৈল্পিক আবেদনপূর্ণ ভাষ্কর্য স্থাপন করা হয়েছে। তেমনই একটি দৃষ্টিনন্দন ভাষ্কর্যের পাশে সাজ্জাদ শরিফ ও লুৎফর রহমান রিটন। সময়কাল জানুয়ারি ২০১৫।

কোটি কোটি কাতারি মুদ্রা ‘রিয়েল’ খর্চা করে নির্মাণ করা হয়েছে ভাষ্কর্যগুলো। পরিবার পরিজনসহ কাতারিরা এখানে আসেন। প্রতিদিনের বিকেল আর সন্ধ্যাগুলো কাতারি নারী-শিশু-প্রবীন আর যুবকদের বিপুল উপস্থিতিতে গমগম করে। বিদেশি বা টুরিস্টদের উপস্থিতিও থাকে সেখানে, প্রচুর।

ভাগ্যিস কাতারে কোনো বঙ্গোপসাগর নেই!

কাতারে বসবাসকারী মুসলমানের সংখ্যাও বোধ করি খুব বেশি নয়। আর থাকলেও ওরা ইসলাম কম বোঝে।

( কাতার মুসলমানের দেশ।

কিন্তু ভাষ্কর্যে ওদের কোনো সমস্যা হয় না।)

অটোয়া ০২ নভেম্বর ২০২০

[আলোকচিত্র/ আবু হানিফ রানা]

 

Exit mobile version