ভারতের দিল্লিতে প্রথম বিমস্টেক ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভাল সম্পন্ন

নয়াদিল্লি থেকে সমরিতা শ্রয়ী :
গত ৪ আগষট দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী সঙ্গীতকে একত্রিত করতে আজ রাজধানীর ভারত মান্ডপমে অনুষ্ঠিত হলো প্রথম বিমস্টেক ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভাল। সাত দেশের শিল্পীদলের পরিবেশনায় অনুষ্ঠানে দর্শকের ঢল নেমেছিল।

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. সুব্রামণ্যম জয়শঙ্কর।
এই আয়োজনের ধারণা আসে চলতি বছরের ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন থেকে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছিলেন, “অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।” সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আয়োজন করা হয় এ উৎসবের।

ফেস্টিভালে অংশ নেয় বিমস্টেকভুক্ত সাত দেশের শিল্পীদল—বাংলাদেশের মন কুঠুরি, ভূটানের ট্রেডিশনাল পারফর্মিং আর্টস অ্যান্ড মিউজিক ডিভিশন, ভারতের স্ট্রিংস অফ দ্য ওয়ার্ল্ড, থাইল্যান্ডের সুন ডের, নেপালের কুটুম্ব, মায়ানমারের মায়ানমার কালারফুল ট্রেজার ও শ্রীলঙ্কার স্টেট ডান্স। লোকসঙ্গীত ও শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের মেলবন্ধনে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।
ভারত মান্ডপমের সুবিশাল অডিটোরিয়াম দর্শকে উপচে পড়ে। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল আইসিসিআর-এর উদ্যোগে তাদের বৃত্তিপ্রাপ্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ, যার ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অনুষ্ঠান উপভোগের সুযোগ পান। প্রধান অতিথির বক্তব্যের পর আইসিসিআর-এর মহাপরিচালকও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। আয়োজকদের মতে, এ উৎসব প্রতিবছর আয়োজনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর ঐতিহ্যবাহী সঙ্গীত বিনিময় আরও গভীর হবে।

 

 

Exit mobile version