ভয়ঙ্কর ভিডিয়ো,পেটের নীচ থেকে খুবলে খাওয়া অবস্থাতেই শিকার করছে হাঙর! 

পেটের নীচ থেকে খুবলে খাওয়া সেই হাঙর।

সন্ধান২৪.কম : হাঙরটির পেটের নীচ থেকে অনেকটা অংশ খুবলে খাওয়া হয়েছে । সেই অবস্থাতেই শিকার করতে দেখা গেল এক বিশালাকায় হাঙরকে। 
অন্য হাঙরের হামলায় জখম হয়েছে এই হাঙরটি। হাঙর হাঙরকে খায়, এ ঘটনা স্বাভাবিক। কিন্তু শরীরের বিশাল অংশ গায়েব হওয়া সত্ত্বেও কী ভাবে জখম হাঙরটি শিকার করছে তা ইতিমধ্যেই তাঁকে ভাবিয়ে তুলেছে বলে জানিয়েছেন লেব্রাতো।

মোজাম্বিকে সমুদ্রের এক-দু’মিটার গভীরে এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন লেব্রাতো এবং তাঁর দল। হাঙরটি ওই অবস্থায় প্রায় ২০ মিনিট বেঁচে থাকার পর মারা যায়।

অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স-এর অধ্যাপক মিকান বলেন, “কোনও একটা নির্দিষ্ট প্রজাতির হাঙর অন্য প্রজাতির হাঙরের উপর হামলা চালাচ্ছে বিষয়টি এমন নয়। বেশ কিছু প্রজাতির হাঙরের মধ্যেও এমন আচরণ লক্ষ্য করা গিয়েছে।”

 

Exit mobile version