মরা মাছের প্লাবনে গ্রিক বন্দর নগরীতে জরুরি অবস্থা

সন্ধান২৪.কম : মৃত মাছের প্লাবনের পর গ্রিসের মধ্যাঞ্চলীয় বন্দর নগরী ভোলোসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  স্থানীয় বাসিন্দারা বলেছেন, এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার (৩১ আগস্ট) এ কথা জানিয়েছে।

গ্রিসের মধ্যাঞ্চলের একটি সমুদ্রবন্দরে প্রায় ১০০ টন মরা মাছ ভেসে  উঠেছেএখন সেই মাছের দুর্গন্ধে টিকতে পারছে না স্থানীয় মানুষজন ও পর্যটকরা। স্বভাবতই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে গ্রিক অঞ্চলটি। সমুদ্রবন্দরের বিশাল এলাকাজুড়ে ভেসে ওঠা মরা মাছগুলি সরাতে নাকানিচোবানি খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। মাছেদের মৃত্যু ঘটনায় আঞ্চলিক গভর্নর জরুরি অবস্থা জারি করেছেন।

খবরে বলা হয়, কেবলমাত্র মঙ্গলবার কর্তৃপক্ষ ভোলোসের কাছে সমুদ্র সৈকত থেকে ৫৭ টন মৃত মাছ অপসারণ করেছে।

এথেন্স নিউজ এজেন্সি জানায়, জলবায়ু মন্ত্রণালয়ের নাগরিক সুরক্ষা মহাসচিব ভ্যাসিলিস পাপেজর্জিউ জারি করা মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণায় বলা হয়, প্যাগাসেটিক গালফ বন্দর পরিষ্কার করার জন্য তহবিল প্রয়োজন। সেখানে উপকূল বরাবর এবং নদীগুলোতে টন টন মরা মাছ জমা হয়েছে।

গত বছর থেসালি অঞ্চলে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের পর এথেন্সের উত্তরে সাড়ে তিন ঘণ্টার পথ ভোলোস বন্দরে এমন ঘটনায় দ্বিতীয় পরিবেশগত বিপর্যয়ের সৃষ্টি হলো।

 

Exit mobile version