মা দুর্গা বীরভূমে কোয়ারান্টাইনে আছে ।।  সুব্রত বিশ্বাস

 

 সুব্রত বিশ্বাস

 

সন্ধান২৪.কম ডেস্ক : সামনে ভোট । ধর্মেকর্মে র্পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভীষণ অনুপ্রাণিত । আগে জনগণের ওপর ভরসা করলেও এখন মোদীর পথ অনুসরণ করে ঈশ্বরের ওপর আস্থা ও বিশ্বাস জাগ্রত হয়েছে । নরেন্দ্র মোদী অযোধ্যায় বাবরি মসজিদের নীচে লুকিয়ে থাকা রামের জন্মভূমির ওপর রাম মন্দির বানিয়ে হিন্দুত্ব জাগ্রত করার বাজিমাত দেখে তিনি তাকে ডিগবাজি খেয়ে আরও অনেক দূর এগিয়ে গেছেন। বেকার যুবকদের মুখে লাথি মেরে,কৃষকের আত্মহত্যার মাত্রা বাড়িয়ে, করোনায় অসহায়দের বিপদ বাড়িয়ে, সমাজে ধষ’ণের গতি বাড়িয়ে,সাধারণ জনগণের জীবন যাপন আরও দুবিসহ করে তুলতে সনাতন ধর্মের নিকৃষ্ট ঘৃণ্য পুরহিতদের ভাতা দেওয়ার প্রচলন করে দিয়েছেন। দুগ’তি নাশিনী মা দুর্গার আগমন বাতা’য় নগদানগদ পেতে আরও এগিয়ে গিয়ে এবার পূজোর অনুদান দ্বিগুণ করে দিয়েছেন। এ সংবাদ পেয়ে মা দুর্গা  বিপুল উত্সাহে গণেশ, কাতি’ক,লক্ষী,স্বরস্বতি ছেলে মেয়ে সহ সদলবলে বাংলায় সনাতন ধর্মাবলম্বীদের দুগ’তি বিনাশে অসুর নিধনে বাংলার উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু সমস্যা দেখা দেয়, অসুর আগেভাগে করোনা দেবীকে নিয়ে এসে সনাতনী হিন্দুগণের জীবন দুবি’সহ করে তুলেছে। এদিকে করোনা দেবীকে সামাল নিতে সরকার বাইরে থেকে কেউ এলে কোয়ারান্টাইনে রাখার কিছু নিয়ম ও আইন-কানুন করেছে। এরই মাঝে দুগ’তি নাশিনী মা দুগা’ সদলবলে এসে পড়েন। সদলবলে বিশাল রথে করে সবাইকে নিয়ে রথ বাংলায় অবতরণ করেছে। নেমে সবার মুখে মুখোশ লাগানো দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন একি অবস্থা বাংলায় আমার সনাতনী ছেলে মেয়েদের? বলা হয় করোনা নামে এক দেবী এসে আমাদের এই অবস্থা। এই কথা শুনে মা দুর্গা  অসুর নাশিনী রূপ ধারণ করে বাহির হইয়া যাইতে উদ্যত হন। কিন্তু সমস্যা দেখা দেয়, শিষ্যরা করোনা টেস্ট না করে বাইরে যেতে দিতে নারাজ। টেস্টে সবার করোনা পজিটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে সবাইকে বীরভূমের এক সরাইখানায় নিয়ে যাওয়া হয়। দুগ’তি নাশিনী মা দুর্গা এখন সেখানে সদলবলে কোয়ারান্টাইনে আছেন। ভক্তদের মূখ্যমন্ত্রী মমতা আশ্বস্ত করেছেন যথাসময়ের আগে কোয়ারান্টাইনের সময় শেষ কর বের হয়ে আসতে পারবেন। তবে মা দুর্গা বলেছেন তার আগে করোনার ভ্যাক্সিন বের না হলে এবার তিনি ভক্তদের তার মুখ দেখাতে পারবেন না। মাক্স লাগিয়ে আসতে হবে। এবার ঠেলা সামলান! কৈলাস থেকে দেবতারা জানিয়েছেন দুর্গাকে কৈলাসধামে আসার আগে তাকে করোনামুক্ত হয়ে আসতে হবে। শুনেছি করোনা দেবী নাকি ভীষণ উগ্র। তাকে রুখতে একমাত্র বিজ্ঞানের ভ্যাক্সিন ছাড়া দেবতাদের ভৌতিক বা অলৌকিক কোন ঔষধে কাজ হয়নি। এখন ভক্তরা সিদ্ধান্ত নিয়েছেন করোনা দেবীকে মান্য করে মাক্স মুখোশ লাগিয়েই এবার অন্ধ বিশ্বাসের অকম’ন্য দেবীকে পূজো দেওয়া হবে।

 

Exit mobile version