সন্ধান২৪.কম : সরকার সিদ্ধান্ত গ্রহন করেছে, জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের বাড়ি বানাতে বিনা সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা করে ঋণ দিচ্ছে । আর ঋণের সুদ হিসেবে ৫ শতাংশ ধার্য থাকলেও তা ভর্তুকি দেবে সরকার। এই সুদ বাবদ সরকারকে বছরে ব্যয় করতে হবে ৩০২ কোটি ৪৯ লাখ টাকা। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ ব্যবস্থায় ঋণ দিতে গঠিত কমিটির প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের শুধু ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে।
একজন মুক্তিযোদ্ধার আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ২০১৬ সালে বিশেষ ব্যবস্থায় ঋণ দেওয়ার উদ্যোগ নিতে বলে বাংলাদেশ ব্যাংককে। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপককে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি গত সপ্তাহে এসংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এবং নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘কমিটি প্রতিবেদন পাঠিয়েছে। এখন মন্ত্রণালয় বিষয়টি দেখবে। তবে যত দ্রুত সম্ভব জাতির সূর্যসন্তানদের জন্য এই উদ্যোগ বাস্তবায়ন হওয়া প্রয়োজন।’