Friday, October 31, 2025
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home উপ-সম্পাদকীয়

মুরাদনগরই আসল বাংলাদেশ ?

November 15, 2020
in উপ-সম্পাদকীয়
Reading Time: 1 min read
0
0
0
SHARES
7
VIEWS
Share on Facebook

উপ-সম্পাদকীয়  রণেশ মৈত্র

জন্মেছি ১৯৩৩ সালে। দেখেছি ইংরেজ শাসিত ভারত। অতঃপর ২৩ বছর ধরে দেখলাম অনাকাক্সিক্ষত দেশ পাকিস্তানকে। ইংরেজ শাসিত ভারত ১৪ বছর ধরে দেখলাম। তাই মোটমাট ৩৭ বছর থেকেছি পরাধীনতা-আধা-পরাধীনতার নিগঢ়ে শৃঙ্খলিত হয়ে। সকল ঝড়, তুফান, সাইক্লোন মাথার উপর দিয়ে গেছে। ঘরবাড়ি ভেঙেছে, মানুষ অসহায় হয়ে খোলা আকাশের নিচে বাস করেছে- তাও দেখেছি। কিন্তু সেগুলো তো মানবসৃষ্ট কোনো দুর্যোগ ছিল না- ছিল প্রাকৃতিক দুর্যোগ।

মানবসৃষ্ট মুরাদনগর জাতীয় দুর্যোগ ওই ৩৭ বছরে আদৌ দেখিনি- তা নয়। অবশ্যই দেখেছি ১৯৭১ সালের শত্রু সেনা পাকিস্তানি বাহিনীর বর্বরতাকালে। তখন যে দুর্যোগ নেমেছিল তা সমগ্র বাঙালির জীবনে। সেই দুর্যোগ ঠেকাতে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে ২৩ বছর ধরে আইনি পথে, আর নয় মাস ধরে বাঙালি জাতি করেছে একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধ- তারা পরাজিত করেছিল পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে।

বাঙালি একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধে পরাজিত করেছিল পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকেই শুধু নয় বরং তার চাইতে অনেক বেশি করে পরাজিত করেছিল সব ধর্মান্ধতা, বর্বরতা মানুষের জীবনে দুর্যোগ-দুর্ভোগ সৃষ্টিকারী সকল প্রকার ঘৃণ্য-অমানবিক আদর্শকে। বিজয়ী করে স্বাধীনতা এনেছিল শুধু তাই না- বিজয়ী করেছিল অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতাকে।

আজ ওই বিজয়গুলো সবই যেন অন্তর্হিত, বিস্মৃত অতীতের বিষয়ে পরিণত হয়েছে। আজকের চিত্র কী? চিত্রটি ফুটে উঠেছে ৪ ও ৫ নভেম্বরের গণমাধ্যমে যথার্থভাবে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে- কোরবানপুর বাজার পেরিয়ে ডানদিকের রাস্তা ধরে খানিকটা এগিয়েই দেখা গেল একটি বাড়ির সামনে জনাকয়েক পুলিশ বসে আছেন। তাদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই একে একে বীভৎসতার চিহ্ন আসতে লাগল। সুরম্য অট্টালিকার বাইরের দেয়ালে সাদা রংয়ের ওপর আগুনের কালো ধোঁয়ার ছাপ এখনও লেগে আছে। ভেতরে প্রত্যেকটা কক্ষ ভাঙাচোরা। পাশে থাকা টিনের চালার ঘরটি আগুনে জ্বালিয়ে দেয়া হয়েছে। পোড়া থেকে বাদ যায়নি খাবারের থালা চায়ের কাপ প্লেটসহ অন্যান্য তৈজসপত্র। পুড়ে গেছে কালীমন্দির, মনসা মন্দির। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র পোড়া জিনিস। এসবের পাশে মানুষের আহাজারি ও আর্তনাদ। সবার একই কথা- মৃত্যুর মুখ থেকে তারা ফিরে এসেছেন।

সেদিন কী ঘটেছিল মুরাদনগরের বাঙ্গরা থানার ৪নং পূর্ব ধৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িসহ আশপাশের অন্যান্য হিন্দুদের বাড়িতে- এমন প্রশ্নের উত্তর খোঁজার মাঝেই সামনে এসে দাঁড়ান গৃহবধূ শান্তনা রানী সিংহ। কান্নাচাপা কণ্ঠে বলেন, জানেন- সেদিন নিজের জীবন বাঁচাতে হাত থেকে শঙ্খের চুরি (শাঁখা) খুলে ফেলেছি। কপাল থেকে সিঁদুর মুছে দিয়েছি। পার্শ্ববর্তী মুসলমান বাড়িতে গিয়ে ১৩ বছরের মেয়ে এবং ৮ বছরের ছেলেকে নিয়ে প্রাণ… বাঁচিয়েছি। ওখানেও ওরা গিয়েছিল। বলেছি আমরা ‘মুসলমান’। প্রাণে বাঁচলেও নিজের ঘরকে বাঁচাতে পারিনি। ওরা নিমেষের মধ্যে গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় ঘর পোড়ার পাশাপাশি আমার বিয়েতে বাপের দেওয়া সোনার গহনা পুড়ে যায়। প্রয়োজনের জন্য ঘরে রাখা ২০ হাজার টাকাও পুড়ে গেছে। এতে শুধু ছাই হওয়া নয়, বাপের বাড়ির স্মৃতিটুকুও শেষ- এটুকু বলেই কান্না আর চেপে রাখতে পারলেন না।

ঘটনার কারণ হিসেবে ভুক্তভোগীরা বলেছেন, ফ্রান্সের ওই ঘটনার পর দিনকয়েক আগে ফেসবুকে প্যারিস থেকে একজন স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ‘সহমত’ জানায় এখানকার শংকর দেবনাথ। ওই লেখাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পূর্ব ধৈল ইউনিয়নের এই পাড়াটি উত্তপ্ত ছিল। পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে ভেবে চেয়ারম্যান বনকুমার শিব পুলিশের হাতে তুলে দেন শংকর দেবনাথকে। এরপর গত শুক্রবার স্থানীয় কোরবানপুর বাজারে এলাকার তিন চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন এলাকাবাসী। এ সময় চেয়ারম্যানরা ঘটনার বিচারের আশ্বাস দিলে জনতা শান্ত হয়। কিন্তু শনিবার থেকে আবার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। পরে শনিবারই সাব্যস্ত হয় রোববারে সালিশ বিচার বসবে।

মুরাদনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকের নেতৃত্বে বিচার শুরু হয়। বিচারের একপর্যায়ে উপস্থিত জনতা দুই ভাগ হয়ে যান। এক ভাগ বলেন, শংকরকে যখন পুলিশ ধরেছে তখন দেশের প্রচলিত আইনেই বিচার হবে। আরেকপক্ষ বলতে শুরু করে- ইসলাম অবমাননার দায়ে অভিযুক্ত শংকরকে বাঁচাতে ইচ্ছে করেই পুলিশের হাতে তুলে দিয়েছেন চেয়ারম্যান বনকুমার শিব। শংকরকে তৌহিদী জনতার হাতে তুলে দিতে হবে। ইসলাম অবমাননার বিচার তৌহিদী জনতাই করবে। এ অবস্থায় বিচারসভা পন্ড হয়ে যায়। এরপর চেয়ারম্যান বনকুমার শিব চলে যান স্থানীয় একটি বিদ্যালয়ের সভায়।

এদিকে বিচার না মানা অংশটি এলাকায় মাইকিং করে রোববার বেলা ৩টায় আবার মিটিং ডাকে। এছাড়া পার্শ্ববর্তী এলাকা থেকেও লোকজন জড়ো করা হয়। এরপরই ‘নারায়ে তকবির-আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে উত্তেজিত জনতা প্রথমে শংকর দেবনাথের বাড়িতে চড়াও হয়। নিমেষেই সে বাড়িটি তছনছ করা হয়। সেখান থেকে বেরিয়ে স্থানীয় কালীমন্দির, মনসা মন্দির ও পরে মুরাদনগরের ৪নং পূর্ব ধৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িতে ভাংচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। চেয়ারম্যানের বাড়িতে আগুন দেয়ার সময় আক্রমণকারীরা স্লোগান দিচ্ছিল- ‘চেয়ারম্যানের চামড়া-তুলে নেব আমরা’। উল্লেখ্য, হামলার সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না। পরে জীবন বাঁচাতে আত্মগোপনে চলে যান তিনিও।

গত মঙ্গলবার আক্রান্ত হওয়া ওই সব বাড়িঘর সরেজমিন ঘুরে সাংবাদিকরা দেখেছেন- বাসিন্দাদের চোখেমুখে এখনও আতঙ্ক। কেউ কথা বলছেন না। শুধু শূন্যদৃষ্টিতে তাকিয়ে আছেন। গত তিন দিন ধরে তাদের বাড়িতে রান্না হচ্ছে না। এর-ওর বাড়ি থেকে খাবার পাঠাচ্ছে। সঙ্গে কাপড়ও। কারণ পরনের কাপড় ছাড়া সব কিছুই জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।

কেন এমনটা ঘটল? এমন প্রশ্নের উত্তরে ক্ষতিগ্রস্ত সন্দীপ কুমার শিব বলেন, হামলার কারণ এখনও বোঝা যাচ্ছে না। শুধু ইসলাম অবমাননার অভিযোগে এমন ঘটনা ঘটেছে, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে তা বের করতে হয়তো সময় লাগবে; তবে এ ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে। তিনি বলেন, গত ১২ বছরে শ্রীমঙ্গল, কমলগঞ্জ, ভানুগাছ থেকে তিন লাখ টাকার আসবাবপত্র কিনেছি, টিনের বেড়া দিয়ে ঘর তুলেছি- আগুনে তার সবই পুড়ে গেছে।

ঘরে আগুন দেয়ার সময় আপনি কোথায় ছিলেন? এমন প্রশ্নের জবাবে চোখের জল মুছে তিনি বলেন, আমি ওই কোনায় দাঁড়িয়ে ছিলাম। ওরা আমাকে চিনতে পারেনি। প্রত্যেকের বয়স ১৭-১৮ হবে এবং তারা অন্য এলাকার। আমারই সামনে আমারই ঘর, আসবাবপত্র, খাবারের থালা, কাপ-প্লেট সব পুড়ে ছাই হয়ে গেল। কথায় যোগ দিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক রতন বলেন, ওরা ওই সময় এত উগ্র ছিল যে, ভয়ে আমাদের প্রাণ যায় যায় অবস্থা।

এ কথোপকথনের সময় ওই বাড়িতে আসেন ৭৭ বছরের বৃদ্ধ হাজী আবদুল রউফ। এসেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। একপর্যায়ে কান্না থামিয়ে তিনি বলেন, ঘটনার পর তিন দিন পার হয়ে গেল বাবা কিন্তু কীভাবে ঘটল তা বলতে পারব না। বলেই ফের কান্না শুরু করেন ওই বৃদ্ধ।

ঘুরে ঘুরে সাংবাদিকেরা দেখেছেন, চেয়ারম্যান বনকুমার শিব এবং তার কাকাতো ভাইদের ঘর আগুনে পোড়ালেও পার্শ্ববর্তী ঘর অক্ষত ছিল। পাশের ঘর অক্ষত কেন জানতে চাইলে যাটোর্ধ্ব কল্পনা রানী দেবী বলেন, মুসলমানের ঘর পরিচয় দিয়ে ঘরটি রক্ষা করা গেছে। কারণ হামলা হবে টের পেয়ে বাড়ির ছেলেমেয়েদের অন্য বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। ওই গ্রামে তিন শতাধিক হিন্দু পরিবার বাস করে। সবাই নিরাপত্তাহীন। রীতা দেবনাথ নামে আরেক নারী বলেন, ঘটনা ঘটেছে রোববার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর দুই দিন আগে লক্ষ্মীপূজা ছিল। প্রায় হাজার দেড় হাজার লোক পূজায় আমাদের বাড়ি এসেছে। নাড়ু খেয়েছে। যারা নাড়ু খেয়েছে তাদের অধিকাংশ হামলার দিনেও উপস্থিত ছিল।

চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িটি দোতলা। গত সোমবার তার ভাতিজার বিয়ের আশীর্বাদ হওয়ার কথা ছিল। এ উপলক্ষে চেয়ারম্যানের বাড়িতে লক্ষ্মীপূজার দিন থেকেই আত্মীয়স্বজন জড়ো হয়েছিলেন। দুই দিন ধরে বাড়িতে বিয়ের আনন্দ। রোববার দুপুর আড়াইটার দিকে তারা সবাই খেতে বসবেন। ওই সময়ই ‘তৌহিদী জনতার’ মিছিল চেয়ারম্যানের বাড়ির দিকে যাত্রা শুরু করে। খবরটি জেনেই খাবার বন্ধ। সব মহিলা ও শিশুকে দোতলায় পাঠিয়ে দেয়া হয়। আক্রমণকারীরা দোতলায় উঠবে ভেবে প্রতিবেশী শফিকুল ইসলাম ফাঁকফোকর দিয়ে দোতলায় উঠে যান। সেখানে তিনি সব হিন্দু মহিলাকে হাত থেকে শাঁখা খুলে ফেলতে বলেন। কপালের সিঁদুর মুছে দেন। আক্রমণকারীরা উপরে উঠে মহিলাদের মারতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ওরা মুসলমান। চেয়ারম্যানের কাছে কাজে এসেছিল। ওদের তোমরা মেরো না। তখন আক্রমণকারীরা মহিলাদের মারল না বটে, তবে তাদের গায়ে থাকা সোনার গহনাপত্র নিয়ে যায়। এ সময় তারা প্রত্যেকটি কক্ষ ভাংচুর করে। সন্ধ্যা সাড়ে ৬টায় চলে যাওয়ার সময় পাশের একচালা টিনের ঘরেও হামলা চালায়। সেখানে চেয়ারম্যান বনকুমার শিব একটি পরিবারকে আশ্রয় দিয়েছেন- গত তিন বছর ধরে তারা ওই বাড়িতে আশ্রিত। পৈতৃক জমি বিক্রির সাত লাখ টাকাও ছিল তাদের কাছে। রেখেছিলেন ঘরের ভেতরে একটি ড্রয়ারের মধ্যে। আগামী শীতে নিজস্ব জমিতে তাদের ঘর তোলার কথা ছিল। আগুনে তাদের সাত লাখ টাকাই পুড়ে গেছে। সব হারিয়ে ওই বাড়িতে আশ্রয় নেয়া দেবনাথ বলেন, বাবা, আমার নামটা একটু লেখ। যদি কোন সাহায্য পাই। আমার তো কিছুই না।

পরদিন ৫ নভেম্বরের ফলো-আপ লিখা হয়- নেতাকর্মীদের কেমন যেন গা-ছাড়া ভাব। তবে আক্রান্তদের মনোবল চাঙ্গা করতে আসবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। জানা গেছে তার সঙ্গে থাকবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

আক্রান্ত হিন্দুদের অনেকেই গত বুধবার বলেছেন, হামলায় পার্শ্ববর্তী ১০ গ্রামের লোকজন অংশ নিয়েছে। গ্রামগুলো হচ্ছে মুরাদনগরের ডালপাড়, জানঘর, হীরাপুর, খোশঘর, এলখলি, ফুলঘর, বাড়েস্বর, কসবা, পান্ডুঘর এবং ব্রাহ্মণবাড়িয়া। এসব এলাকার লোকজনকে রোববার সকাল থেকেই কোরবানপুর বাজারের পাশের একটি এতিমখানায় এনে রাখা হয়। এদিন দুপুরে ওই এতিমখানায় ভালো খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। এরপর এরা মিছিল নিয়ে বের হয়। ওই মিছিলে যোগ দেয় জামায়াতে ইসলামীর লোকজন। এরপরই পাল্টে যায় পরিস্থিতি।

আগের রাতে মুরাদনগরের কোরবানপুর বাজার লাগোয়া বাড়িতে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল আবিদ এলাকাবাসীকে নিয়ে মিটিং করেন। পরদিন রোববার দুপুরে কাউসার নামে একজন মাইকিং করে জমায়েতের ডাক দেয়। সেই জমায়েত থেকে মিছিল নিয়ে পূর্ব ধৈল ইউনিয়নের চেয়ারম্যান বনকুমার শিবের বাড়িসহ স্থানীয় হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়।

ঘটনার পর থেকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের কোন নেতাও ঘটনাস্থল পরিদর্শন করেননি বলে জানা যায়। কোরবানপুরের বাসিন্দারা জানান, আক্রমণকারীরা প্রথমেই হামলা চালায় শংকর মাস্টারের বাড়িতে। সেখানে আগুন দেয়ার পরপরই গ্রামবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। যদিও ‘তৌহিদী জনতার’ বাধার মুখে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। হামলার খবর পেয়ে তিন গাড়ি পুলিশও আসে কিন্তু তান্ডবলীলা দেখে বাজারের এক কোনায় নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ সদস্যরা।

এখন দেখা যাচ্ছে, এই মুরাদনগরই আজকের বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি। জামায়াতের ষড়যন্ত্রে বিএনপির মদদে ঘটনাটি গ্রামবাসীর একাংশ এবং আরও ১০ গ্রামের দুর্বৃত্তরা যদি ঘটিয়েও থাকে- আওয়ামী লীগ নীরব কেন? তাদেরও মদদ ছিল- এমনটি মনে করা কি ঘটনাক্রম পর্যালোচনায় অস্বাভাবিক বলে আদৌ মনে হবে। ঘটনার দিন তারা যাননি; যাননি তার পরদিনও। সুতরাং ধারণাটা উড়িয়ে দেয়া যাবে না। আর ওই হিন্দুরা দেশত্যাগী হলে তো তাদের লাভ। বাড়িঘর জমিজমা দিব্যি দখল করে নেয়া যাবে।

আর পুলিশ? পুলিশও কি চুপচাপ দাঁড়িয়ে মজা দেখলেন? দুর্বৃত্তদের প্রতিরোধ না করে, গ্রেফতার না করে সন্ত্রাসীদের মতো হিন্দুবাড়ি পোড়ানোরও লুটপাট না থামিয়ে ‘ছওয়াবের’ ভাগিদার হলেন?

এ দেশে থাকতে হলে কি বিবাহিত হিন্দু মহিলাদের শাঁখা-সিঁদুর খুলে ফেলে দিতে হবে। হিন্দুদেরও অঙ্গচ্ছেদ করতে হবে? এর অর্থ- মুসলমান হও। থাকল কি নিজ নিজ ধর্মপালনের স্বাধীনতা?

সর্বশেষ খবরে জানা গেল, ওই গ্রামের হিন্দুরা নিরাপত্তাবোধ এবং প্রাণে বাঁচার নিশ্চয়তার অভাবে দলে বলে গ্রাম ছেড়ে কুমিল্লা শহরে গিয়ে আশ্রয় নিয়েছেন। তারা বাড়িতে ফিরতে পারল কি আদৌ? গ্রামে যদি ফিরিয়ে আনাও হয়, বাড়িঘর পুনরায় নির্মাণ ও রুজি-রোজগারের ব্যবস্থা ফিরবে?

মুরাদনগরই আসল বাংলাদেশ।

[লেখক: সভাপতিমন্ডলীর সদস্য, ঐক্য ন্যাপ]

raneshmaitra@gmail.com

 

Related Posts

উপ-সম্পাদকীয়

দিদারুল ইসলাম: যে মৃত্যু হিমালয়ের চেয়েও ভারী

August 1, 2025
19
উপ-সম্পাদকীয়

জালালাবাদঃ চলছে সংঘাত আর বিদ্বেষের আবাদ : সুব্রত বিশ্বাস

June 15, 2023
79
No Result
View All Result

Recent Posts

  • ভয়ঙ্কর পদক্ষেপ আমেরিকার ! ট্রাম্পের নির্দেশে ৩৩ বছর পর পারমাণবিক অস্ত্র পরীক্ষা
  • ঘরের শোভা বৃদ্ধি করতে পারে ফল রাখার শৌখিন পাত্র, ধাতব, কাঠ, প্লাস্টিক
  • ‘বাংলাদেশের সংসদ নির্বাচন বানচালের ছক কষছে দেশি-বিদেশি শক্তি !’ হাসিনার বক্তব্যের পরেই মন্তব্য ইউনূসের
  • Zohran Mamdani — Whose Side Are You On? Hindu, Buddhist, Christian, or Muslim?
  • নিউইয়র্কে গণগ্রেপ্তার নিয়ে বিভ্রান্তি, জনমনে আতঙ্ক, ল-ইয়ারদের আয় বাড়ছে

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version