মৌমাছির জন্য বিশ্বের প্রথম টিকা অনুমোদন যুক্তরাষ্ট্রের

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্র মৌমাছির জন্য বিশ্বের প্রথম টিকার অনুমোদন দিয়ে এক ইতিহাস সৃষ্টি করলো । এ টিকার মাধ্যমে মৌমাছি ফাউলব্রুডসহ অনেক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে। প্রজনন ক্ষমতাও বাড়বে। প্রাথমিক অবস্থায় টিকাটি শুধু বাণিজ্যিকভাবে চাষ হওয়া মৌমাছিদের দেয়া হবে।

 বিশেষভাবে ব্যবহারের জন্য টিকাটি তৈরি করেছে মার্কিন বায়োটেক কোম্পানি ডালান অ্যানিমেল হেলথ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যানেট ক্লেইজার বলেছেন, মৌমাছি রক্ষায় আমাদের টিকা একটি যুগান্তকারী আবিষ্কার। পোকামাকড়ের যত্নে এটা একটা নতুন উদ্ভাবন। এর মাধ্যমে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদনও ইতিবাচকভাবে প্রভাবিত হবে।

ফাউলব্রুড ব্যাকটেরিয়াজাতীয় এক ধরনের সংক্রমণ। এতে সংক্রমিত হলে মৌমাছি মারা যায়। বর্তমানে এ রোগের কোনো চিকিৎসা নেই। তবে নতুন টিকা মৌমাছির লার্ভাকে ফাউলব্রুড থেকে সুরক্ষা দেবে।

Exit mobile version