অষ্টিন থেকে সন্ধান প্রতিনিধি
২২ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হয়ে গেল ‘গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫’।
রিদম অব গ্লোবাল ভিলেজের উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, লেখক, কবি ও সাহিত্যিক উপস্থিত ছিল বলে জানিয়েছেন আয়োজকরা।
দিনব্যাপী আয়োজিত বইমেলার প্রধান অতিথি ছিলেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে ও ফিতা কেটে সূচনা হয় বইমেলার। মূল উদ্যোক্তা ও গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলার প্রেসিডেন্ট ও ‘কালের চিঠি’-র সম্পাদক বিমল সরকার তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,এই বইমেলা আমার দুই যুগের সাধনার ফসল, যেখানে বই শুধু পণ্য নয়- আত্মার সাথে আত্মার মেলবন্ধনের নাম।
পরিচয়পর্বে উপস্থাপিকা আদিবা চৌধুরী একে একে পরিচয় করিয়ে দেন আগত লেখক-লেখিকাদের। প্রধান অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন, গ্লোবাল ভিলেজ এর উপদেষ্টা প্রফেসর ডা. ফিরোজা তালুকদার ।
প্রশ্নোত্তর পর্বে পাঠকেরা সরাসরি কথা বলেন লেখক সাদাত হোসাইনের সঙ্গে। প্রফেসর হায়দরী আকবর-এর সঞ্চালনায় “গল্পের পেছনের গল্প” শিরোনামে একটি পর্ব ছিল।
“বৈষম্যহীন সমাজ ও শান্তির পৃথিবী বিনির্মানে নিরন্তর সৃজনশীলতায় কাজ করে চলেছেন” এই বিবেচনায় গ্লোবাল ভিলেজ গ্লোবাল রিসার্চ সেন্টার থেকে সাদাত হোসাইন-কে প্রদান করা হয় গ্লোবাল ভিলেজ সাহিত্য পদক ২০২৫ যা বছরে একজনমাত্র পেয়ে থাকেন ! তার সাথে উত্তরীয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দক্ষিন আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আগত লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদাত হোসাইন, আর শিল্পী মুনিরা প্রীতু পরিবেশন করেন বইমেলার সাদাত হোসাইনের লেখা একক সঙ্গীতানুষ্ঠান। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও মেধা যাচাই কার্যক্রমে মুখর ছিল শিশুচত্বর। বইমেলার প্রকাশকদের মধ্যে ছিলো বাংলাদেশের বাংলা একাডেমী,অনন্যা, কথা প্রকাশ, কালের চিঠি, অন্যধারা এবং কলকাতা থেকে দেজ । বইপ্রেমীরা বলেন, “এ যেন অস্টিনে একুশে বইমেলার ছায়া।”
বই বাদে দিনব্যাপী চা- পানীয় , স্নাক এবং ডিনারে অতিথিদের আপ্যায়ন করা হয়।
অস্টিনের এ আয়োজন শুধু একটি বইমেলা ছিল না, ছিল এক সৌহার্দ্য আর সৌন্দর্যের মেলা সৃষ্টিশীলের আলিঙ্গনে -যেখানে শব্দেরা ছুঁয়েছে হৃদয়, আর সাহিত্য হয়ে উঠেছিল একটি জ্ঞানের উৎসব !