সন্ধান২৪.কম: উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে নিউইয়র্কে উদযাপিত হয়েছে ৫৪তম ‘স্বাধীনতা ও জাতীয় দিবস।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন :
২৮ মার্চ আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সাথে নিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে বক্তব্যের শুরুতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্য, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, ২ লক্ষ মা-বোনসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ ঊপলক্ষ্যে কেক কাটা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশী আমেরিকান পুলিশ কর্মকর্তাবৃন্দ, কবি, শিল্পী, সাংবাদিক, সাহিত্যিকসহ বরেণ্য প্রবাসী বাংলাদেশীগণ। মিশন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনার আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রীরবাণী পাঠ করা হয়।
উল্লেখ্য প্রবাসীদের নিয়ে এই আয়োজনের পূর্বে গত ২৬ মার্চ, জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, ও জাতিসংঘ সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ প্রায় দেড় শতাধিক কূটনীতিকের অংশগ্রহণে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস।
যুক্তরাষ্ট্র আ.লীগ :
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় ২৫ মার্চের কালরাত এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে তুচ্ছ ঘনটাকে কেন্দ্র করে হৈ-হট্টগোলের ঘটনা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন যৌথভাবে দলের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ,প্রচার সম্পাদক হাজি এনাম ও সোলেয়মান আলী । আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক্তার মাসুদুর রহমান, শামসউদ্দিন আজাদ, হাজি এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান মিয়া, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান মিয়া
প্রমূখ।
অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান পরিচালনা করাকে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটে। এ ব্যাপারে সিদ্দিকুর রহমান আজকাল প্রতিনিধিকে ফোনে বলেন, আমাদের মত বড় দলে অনুষ্ঠানে একটু কথা কাটাহয়,এই তুচ্ছ ঘটনা নিউজ হওয়ার মত নয়। সভায় উপস্থিত একজন আওয়ামী লীগের নেতা নাম প্রকাশ না করার সত্তে¦ বলেন,এসময় আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে নিরব ভূমিকা পালন করতে দেখা যায়।
প্রচার সম্পাদক হাজি এনামের কাছে ফোন করে জানা যায়,অনুষ্ঠানের মধ্যবর্তী সময়ে কে আগে আর কে পরে বক্তব্য দেবে তা নিয়ে হাজি এনামের সাথে আওয়ামী লীগের এক নেতার সাথে তর্কাতর্কি ঘটনা ঘটে
যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি দরুদ মিয়া রনেল বলেন, সাধারণ সম্পাদকের হাত থেকে প্রচার সম্পাদক মাইক্রোফোন নিয়ে গেছেন। এ জন্য আমি প্রতিবাদ করেছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, ডা. মাসুদুল হাসান, আওয়ামী লীগ নেতা সোলায়মান আলী,
পরে মঞ্চ থেকে নেতারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এর পর আবারো সভা শুরু হয়।
বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে বিএনপি ব্রঙ্কস ব্যুরো পূর্বের সহযোগীতায় এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব হোসেন চৌধুরী খোকন। গেষ্ট অফ অনার ছিলেন বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ আব্দুস সবুর। বিশেষ বক্তা ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের ব্রঙ্কস ব্যুরো পশ্চিম এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান হ্যাপী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, যুগ্ম সদস্য সচিব পশ্চিম আবু বকর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পূর্ব মমতাজ উদ্দীন আহমদ, যুগ্ম আহ্বায়ক পূর্ব খন্দকার আব্দুল বাকী, সুলেমান সরকার, আলী আশরাফ ভূঞা, সৈয়দ আবুল কাশেম প্রমূখ।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী।
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল :
গত ২৬ মার্চ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে স্বাধীনতা ও জাতীয় দিবসে এক অভ্যর্থনার আয়োজন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অভ্যর্থনা অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়।

কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা অর্থনৈতিক ও সামাজিক অঙ্গনে বাংলাদেশের অর্জন ও সাফল্যগাঁথা তুলে ধরেন। তিনি বলেন সহ¯্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করে সল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম প্রধান বিনিয়োগকারী ও বাণিজ্য অংশীদার উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষক সম্পর্ক জোরদাকরণে নতুন অধ্যায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা প্রাপ্ত যুক্তরাষ্ট্রের নাগরিক লিয়ার লেভিন, মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার দিলীপ চৌহান ও বিচারপতি সোমা সাইদ প্রমুখ।
অভ্যর্থনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনসাল জেনারেল, কূটনীতিক, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতিনিধি, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ ও নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধিসহ বিদেশী অতিথিবৃন্দের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বীরমুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তি,সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশন :
গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দীয় কমিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি, দেশের গান পরিবেশিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের পরিচালনায় স্বাধীনতা দিবস উদযাপনের ১ম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি কাপ্তান হোসেন। জুম এর মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে ইংল্যান্ড, আমেরিকা, বাংলাদেশ, মধ্যপাচ্য কাতার, সৌদি আরব, বাহরাইন, ফ্যান্স, ইতালী, জার্মানী, আয়ারল্যান্ড,স্পেন, স্কটল্যন্ড, মাসয়েশিয়া, অষ্টেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে গেøাবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগহন করেন।
অনুষ্ঠানে ২য় পর্বে সভাপতিত্ব করের সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. এ কে আবদুল মোমেন এমপি।
অতিথি হিসাবে আলোচনায় অংশগহন করেন সাবেক সচিব এবং বাংলাদেশ ইউনিটের সভাপতি বদরুদ্দুজা, বীর মুক্তিযোদ্বা ও একুশে পদকপাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুপা চক্রবর্তী, জনতা ব্যংকের সাবেক জি এম শামীম কোরেশী, বাংলাদেশ ইউনিটের সাধারন সম্পাদক তিতাস গ্যাস এর সাবেক জি এম ইন্জিনিয়ার মহিব উদ্দিন, বাংলাদেশ ইউনিটের ডঃ শাহ সৈয়দ এমরান আহমদ, অধ্যক্ষ নেছার আলী ও জেনিফার ইউসুফ।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ সভাপতি আবুল কালাম আজাদ ছোটন বক্তব্য রাখেন কেন্দীয় সহসভাপতি কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি দেবব্রত দে তমাল ,সহ সভাপতি মকিস মনসুর, সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলার ফয়জুর রহমান,বাংলাদেশ ইউনিটের বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, সহ সম্পাদক শামীম আহমদ,নিউজার্সী থেকে যোগদান করেন সহ সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী, নিউইয়র্ক থেকে কেন্দীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, ফ্যান্স গেøাবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন ও সহ সভাপতি আব্দুল বাছিত, বাংলাদেশ থেকে আব্দুস সালাম, রাসেল আহমদ চৌধুরী।
স্বাধীনতার সংগীত পরিবেশন করেন শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী, আলী ইদ্রিস ও মিশিগান থেকে অংশগহন করেন শফিক রেহমান, কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী।


