যুক্তরাষ্ট্রে নানা আয়োজনে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন

সন্ধান২৪.কম: ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কন্সুলেট জেনারেল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি :

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস  গত ২৫ জুলাই  শুক্রবার ‘July Beyond Borders’ জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের ‍দিনগুলোকে উপজীব্য করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। গণহত্যার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রিণ জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন :

গত ২৮ জুলাই জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউ ইয়র্কস্থ বাংলাদেশের কন্সুলেট জেনারেল  যৌথভাবে  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।

“July Beyond Borders – Celebration of the Power of Youth in Transforming Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, “যুবসমাজ শুধু আমাদের ভবিষ্যৎই নয়, বাংলাদেশে তারা আমাদের ‘বর্তমান’। এক বছর আগে, তাদের হাত ধরেই সমতা, স্বচ্ছতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দাবি সার্বজনীন জন-আকাঙ্ক্ষায় রূপ নেয়”।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত তথ্যচিত্র এবং পোস্টার, দেয়াললিখন ও আলোকচিত্র প্রভৃতির প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে উদযাপন করা হয়। বিভিন্ন দেশের কূটনীতিক, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে এই বিশেষ আয়োজনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও জাতিসংঘের ইয়ুথ অফিসের প্রতিনিধি ডঃ সুধা বালাকৃষ্ণণ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

 

 

 

 

Exit mobile version