বন্যহাতি যুবককে শুঁড়ে তুলে আছাড় দিল !

খাবারের সন্ধানে লোকালয়ে নেমে এসেছে বন্যহাতির একটি পাল। 

সন্ধান২৪.কম: কক্সবাজারের চকরিয়ার লোকালয়ে নেমে এসেছে বন্যহাতির একটি পালের দলছুট হয়ে পড়া একটি হাতির সামনে পড়ে গেলে স্থানীয় এক যুবককে শুঁড়ে তুলে আছাড় দেয় সে। এতে ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পালে শাবকসহ হাতির সংখ্যা প্রায় ২০টি। 

শুক্রবার উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে ভোরে হাতির পালটি খাবারের সন্ধানে আসে । সেই ভোর থেকে হাতির পালটি এখানে-ওখানে খাবারের সন্ধান করতে গিয়ে সকাল এগারটার দিকে মানিকপুর বনবিটের ছিড়ামুড়া নামক স্থানে চলে আসে। ওইসময় দলছুট হাতির আক্রমণে গুরুতর আহত হয় যুবক মো. ছফুর আলম (৩০)। তিনি কাকারা ইউনিয়নের পূর্ব বেপারীপাড়ার মোহাম্মদ কাশেমের পুত্র এবং পেশায় সিএনজি অটোরিক্সা চালক। ঘটনার সময় তিনি ছিঁড়ামুড়া এলাকায় সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

এদিকে খাবারের সন্ধানে বন্যহাতির পালটি লোকালয়ে নেমে আসার খবরে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সারাদিন হাতি আতঙ্কে থাকে সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়নের মানুষ। আবার উৎসুক মানুষও নিরাপদ দূরত্বে থেকে হাতির পালটির গতিবিধি দেখতে থাকে।

Exit mobile version