রাশিয়ায় কার্যক্রম বন্ধের ঘোষণা ভিসা ও মাস্টারকার্ডের

সন্ধান ২৪.কম:বিশ্বব্যাপী লেনদেনের মাধ্যম মাস্টারকার্ড ও ভিসা রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি বলেছে— ইউক্রেনে হামলার কারণে তারা এ পদক্ষেপ নিয়েছে। এখন থেকে রাশিয়ার ব্যাংকগুলো আর তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না।

সেই সঙ্গে অন্য দেশের কোনো ব্যবহারকারীও রাশিয়ার কোনো মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না। খবর বিবিসির।

ভিসা জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে তারা রাশিয়ায় সব রকম কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে।

অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ডও রাশিয়ায় ব্যবহার করা যাবে না। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে এ প্রতিষ্ঠান দুটি।

Exit mobile version