রাশিয়ার হামলায় ইউক্রেনে ১০ গ্রিস নাগরিক নিহত

সন্ধান ২৪.কম:ইউক্রেনে রুশ বাহিনীর হামলার তৃতীয় দিনে রাজধানীসহ বেশ কয়েকটি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে। ইউক্রেনের মালিতপোল শহরের কাছে রুশ বাহিনীর বোমা হামলায় ১০ গ্রিক নাগরিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

শনিবার গ্রিস বলেছে, মৌখিক বাধার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছেন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, সংঘাতপীড়িত ইউক্রেনের পূর্বাঞ্চলে এই ঘটনা ঘটেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ১০ প্রবাসী নিহতের তথ্য নিশ্চিত করেছে।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে এক দুর্ঘটনায় তাদের ১০ নাগরিক নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।

এদিকে জাতিসংঘ দাবি করছে, গত তিন দিনে রাশিয়ার হামলায় অন্তত ২৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

রাজধানী কিয়েভে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেন বাহিনীর।

এ সময় রুশ বাহিনী বিমান থেকে মুহুর্মুহু বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা করে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বেসামরিক এলাকায় বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করছে রাশিয়া।

যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় লাখ ইউক্রেনীয় সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র সেখানকার জনগণকে এ সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় এ কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।

কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতিদিন স্থানীয় সময় বিকাল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এর পর কারফিউ জারির এই মেয়াদ নির্ধারণ করা হয়। এতে বলা হয়, কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।

Exit mobile version