ইউক্রেন ও রাশিয়ার সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। রাশিয়ার সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের সেনা সদস্য ছাড়াও বেসামরিক মানুষ মারা গেছে। সংঘর্ষ চলাকালে আক্রমণের তৃতীয় দিনে টুইটারের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে রাশিয়া।
রাশিয়ার পাশ্ববর্তী দেশ ইউক্রেনে হামলা পর শনিবারে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়ানরা এখনও ভিপিএন সংযোগ ব্যবহার করে টুইটারের নাগাল পেলেও সরাসরি সংযোগ মিলছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ। রাশিয়ায় অবস্থানরত সাংবাদিকরা এই টুইটার অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। বিবিসির একজন সাংবাদিক টুইটারের “এক্সেস গুরুতরভাবে সীমাবদ্ধ” হিসাবে বর্ণনা করে বলেছেন। “এই বার্তাটিই যে দিলাম, এটি যেতেও সময় লেগেছে।”