সন্ধান২৪.কমঃ ঢাকা-রাজশাহী রুটে চাটমোহরে একটি রেল ক্রসিংয়ে গর্ত হয়ে যান চলাচলে ঝুঁকির সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঝুঁকিপূর্ণ স্থানটি নজরে না আসলেও নজরে আসে স্থানীয় চার শিশুর। তারা সেই রাস্তার গর্ত সংস্কার ও রাস্তাটি মেরামত করায় তাদের বীরের উপাধিতে ভূষিত করে সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার বেলা ১১টায় সেই শিশুদের চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান ও পুরস্কৃত করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শিশুদের এই মহৎ কাজের প্রশংসা করে বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, বিএমএ পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ডা. গোলজার হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।
এ সময় ক্ষুদে বীরদের হাতে ক্রেস্ট, খেলার সামগ্রী ও তাদের অভিভাবকদের হাতে রেডক্রিসেন্টের ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ঢাকা রাজশাহী রেলপথের পাবনার চাটমোহর উপজেলার গুয়াখড়া স্টেশনের পূর্ব পাশে শুকরভাঙ্গা এলাকায় ক্রস লাইনে সড়কে রেললাইনের পাথর সরে যাওয়ায় সম্প্রতি বেশ বড় গর্তের সৃষ্টি হয়। এ স্থানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকাও দেখা দেয়। ট্রেন দুর্ঘটনা রোধ কল্পে শুকরভাঙ্গা গ্রামের কুরবান আলীর ছেলে চতুর্থ শ্রেণির ছাত্র সুমন, আবু বক্কর সিদ্দিকীর ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র মাসুম রানা, বাবলু হোসেনের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র নিলয় হোসেন ও শিবাখালী গ্রামের মক্কেল আলীর ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন গত ৬ জুন রেল লাইনের পাশ থেকে মাটি কেটে গর্ত ভরাট করে ও পাথর বিছিয়ে রাস্তা মেরামত করে দেয়।