লকডাউনে মেয়ে সেজে বেরিয়ে পুলিশের হাতে ধরা খেলেন মাদ্রাসা ছাত্র!

সন্ধান২৪.কমঃ এক রসিক যুবক বোরকা পরে মেয়ে সেজে যেভাবে লকডাউন দেখতে গ্রেপ্তার হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর গাবতলী এলাকার একটি চেকপোস্টে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন বোরকা পরে রয়েছেন। পুলিশ তাকে চ্যালেঞ্জ করছেন। অবিকল মেয়ের অবয়ব নেওয়া ওই যুবক প্রথমে হিজাব খোলেন। এরপর একে একে সব কাপড় খোলেন পুলিশের নির্দেশে। হিজাব খোলার পর চেহারা স্পষ্ট হয় তিনি আসলে মেয়ে নন, ছেলে। 

মো. আলম পুলিশকে জানান, যাত্রাবাড়ীতে তার মাদ্রাসা। গত দু’দিন ধরে সেখানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তাই আজ নিরুপায় হয়ে মায়ের কালো বোরকাটি পরে বেরিয়েছিলেন। তবে যাত্রাবাড়ীর কোন জায়গায় তার মাদ্রাসা সে তথ্য সঠিকভাবে দিতে না পারায় পুলিশ তাকে আটক করেছে।

জানা গেছে, পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই বেশ গ্রহণ করেন।  গাবতলীতে গিয়ে পুলিশের হাতে ধরা খান। যুবকের এই কাণ্ড দেখে পুলিশ হতবাক, কেন কী কারণে এই বেশ ধারণ করেছেন সেটা জানার চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত কী হয়েছে জানা যায় নি। তবে ভিডিওতে তার পুরো শরীর তল্লাশী করতে দেখা যায় পুলিশকে। 

 

 

 

 

Exit mobile version