শোটাইম মিউজিকের ইষ্ট নদীতে বৈশাখী রিভার ক্রুজ

সন্ধান২৪.কম:  ২৬ মে গোল্ডেন এইজ হোমকেয়ারের ব্যবস্থাপনায় এবং শোটাইম মিউজিক আয়োজনে ইষ্ট নদীতে বৈশাখী রিভার ক্রুজ হয়ে গেল।
ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রীবাহী জাহাজ বিকেল ৬টায় রওয়ানা দিয়ে ম্যানহাটানসহ শহরের গুরত্বপূর্ণ পথে ভ্রমণ করে রাত ১১টায় আবার ওয়ার্ল্ড ফেয়ার মেরিনায় আসে।
বৈশাখী রিভার ক্রুজ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক আজকালের সম্পাদক এবং গোল্ডেন ইজ হোমকেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনপ্রিয় নাট্য অভিনেতা আজিজুল হাকিম, নাট্যকার জিনাত হাকিম, জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি, বিশিষ্ট কন্ঠশিল্পী রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নি প্রমূখ।


উদ্বোধন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম। স্বাগত বক্তব্য রাখেন শোটাইম মিউজিকের প্রধান আলমগীর খান আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র প্যারালিগাল নাসরিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ ইসলাম দেলোয়ার, বেলাল চৌধুরী,কাজী আজিজুল হক মুন্না, কাজী শাখাওয়াত হোসেন আজম, হাসান জিলানী, আব্দুর রশিদ বাবু, শামসুল আলম সোহাগ, রিনা সাহা,শাকিল মিয়া, মনিরুল ইসলাম, আহসান হাবিব,তরিকুল ইসলাম মিঠু, ইশতিয়াক রুমি,জামাল হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, আল-আমিন, মফিজুর রহমান, নজরুল ইসলাম,সাইফুল ইসলাম, কামরুজ্জামান বকুল, ডিটেকটিভ জামিল সারোয়ার, সার্জেন্ট লতিফ, গীতিকার ইশতিয়াক রুপু আহমেদ প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহŸায়ক মোঃ আবদুল খালেক, যুগ্ম আহŸায়ক আনোয়ারুল আলম ভূইয়া এবং সদস্য সচিব রেদওয়ানা সেতু।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মিয়া মোহাম্মদ দুলাল।
ক্রুজে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দুকনা, রানো নেওয়াজ, হাসান মাহমুদ,প্রেমা রহমান,আফতাব জনি,কামরুল ইসলাম,অনিক রাজ এবং মিতু মাহমুদ।
নৈশ ভোজ এবং রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

Exit mobile version