বর্তমানে অন্য যেকোনো উেসর চেয়ে সঞ্চয়পত্রের সুদহার বেশি। এতে স্বাভাবিকভাবে সঞ্চয়পত্র বিক্রি বাড়ার কথা। কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক উল্টো। প্রতি মাসেই কমছে সঞ্চয়পত্র বিক্রি। সর্বশেষ মে মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মাত্র ৪৩০ কোটি টাকার, যা গত বছরের মে মাসের তুলনায় প্রায় সাত গুণের কম। গত বছরের মে মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল তিন হাজার ৫৫৬ কোটি টাকা। সব মিলিয়ে ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে প্রায় সাড়ে ৭৬ শতাংশ।
কয়েক বছর ধরেই সঞ্চয়পত্র বিক্রি বাড়ছিল। তবে লাগাম টানতে সরকার সঞ্চয়পত্র বিক্রিতে বেশ কিছু শর্ত ও বাধ্যবাধকতা আরোপ করে। এর পর থেকে কমতির দিকেই ছিল সঞ্চয়পত্র বিক্রি। তবে ১ এপ্রিল থেকে ব্যাংক আমানতে সুদ ৬ শতাংশ কার্যকরের ঘোষণা আসায় ফেব্রুয়ারির পর থেকে আবার সঞ্চয়পত্রমুখী হতে শুরু করেছিল মানুষ। কিন্তু মার্চ মাসে করোনা সংক্রমণ শুরু হওয়ায় এতে আবার ভাটা পড়তে শুরু করে।