
সন্ধান২৪.কমঃ আজ শুক্রবার ১০ ফেব্রুয়ারী নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসহ প্রায় ২২টি শহরে ছবিটি প্রদর্শিত হবে। এর মধ্যে জামাইকা সপ্তাহব্যাপী ২৮ টি শো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন বায়োস্কোপ কর্তৃপক্ষ। বায়োস্কোপ ফিল্মস ঘোষণা করছে, ২০২৩ সালের প্রথম পরিবেশনা হিসেবে সম্পূর্ণ চট্টগ্রাম ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র “মেইড ইন চিটাগং” কে তারা বেছে নিয়েছে।
গত ৫ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইণে পার্থ বড়–য়া ও ছবিটির প্লাটফর্ম প্রোডিউসার আরমান আহমেদ সিদ্দিকী, এছাড়া বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নাওশাবা রশিদ যোগ দেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজ হামিদ ও এনামুল কবির সুজন। স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জানান চট্রগ্রাম সমিতির নেতৃবৃন্দ।সন্ধান২৪.কমঃ আজ শুক্রবার ১০ ফেব্রুয়ারী নিউইয়র্কের জামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাসহ প্রায় ২২টি শহরে ছবিটি প্রদর্শিত হবে। এর মধ্যে জামাইকা সপ্তাহব্যাপী ২৮ টি শো প্রদর্শিত হবে বলে জানিয়েছেন বায়োস্কোপ কর্তৃপক্ষ। বায়োস্কোপ ফিল্মস ঘোষণা করছে, ২০২৩ সালের প্রথম পরিবেশনা হিসেবে সম্পূর্ণ চট্টগ্রাম ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র “মেইড ইন চিটাগং” কে তারা বেছে নিয়েছে।
গত ৫ ফেব্রুয়ারী জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে অনলাইণে পার্থ বড়–য়া ও ছবিটির প্লাটফর্ম প্রোডিউসার আরমান আহমেদ সিদ্দিকী, এছাড়া বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নাওশাবা রশিদ যোগ দেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজ হামিদ ও এনামুল কবির সুজন। স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জানান চট্রগ্রাম সমিতির নেতৃবৃন্দ।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত এই ছবি সম্পর্কে বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ বলেন “কোভিড এবং তার পরবর্তী সময়ে আমরা খুব দুশ্চিন্তাময় একটি সময় কাটিয়েছি । আমার মনে হয়, এখন সবার একট হাল্কা হওয়া উচিৎ ,একট হাসা উচিৎ। “মেড ইন চিটাগং” ছবিটি একটি রমরমা রোমান্টিক কমেডি। পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখবার মত একটি ছবি।
বায়োস্কোপ ফিল্মস এর অপর কর্ণধার নাওশাবা রশিদ বলেন, “আঞ্চলিক ভাষায় হলেও এই ছবিটিতে শক্তিমান অভিনেতারা রয়েছেন। মজার গল্পে ছবিটি করা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিনিস গুলো যেমন,জব্বার এর বলিখেলা ,বেলাবিস্কিট,মেজবান রান্না-সব এই ছবিটিতে আছে। চট্টগ্রামকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে এই ছবিটিতে।”
বায়োস্কোপ ফিল্মস শুধু আমেরিকায় নয়,“মেড ইন চিটাগং”ছবিটি কানাডা এবং মধ্যপ্রাচ্য এর দুবাই ,ইউএই ,কুওাইত ,সৌদিআরব এবং ওমানেও পরিবেশনার দায়িত্ব নিয়েছে।
“মেড ইন চিটাগং“ ছবিটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষায় সাব-টাইটেল করা থাকবে বলে বায়স্কোপ ফিল্মস এর রাজ হামিদ জানালেন।
রুপকথা প্রডাকশেন্স এর ব্যানারে নির্মিত এই ছবির প্রযোজক হচ্ছেন এনামুল কবির সুজন। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন,সোলস্ খ্যাত পার্থ বড়–য়া, অপর্ণা ঘোষ,সাজু খাদেম, নাসিরুদ্দিন, মুকিত জাকারিয়া এবং চিত্র লেখা গুহ।
‘মেইড ইন চিটাগং’ ছবিটির প্রযোজক রুপকথা প্রডাকশেন্স এর কর্ণধার এনামুল কবির সুজন ছবি’র প্রিমিয়ারে অংশগ্রহণ এবং প্রচারণার জন্য ইতিমধ্যে নিউইয়র্কে অবস্থান করছেন।
প্রসঙ্গত, “মেড ইন চিটাগং” এ একটি গান ‘পেট পুরাদ্দে তুয়ারলাই’ প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে।