সন্ধান ২৪.কম:এনটিভিতে আজ ১০ মার্চ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে।মজুমদার শিমূল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, নিকুল কুমার মন্ডল, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ।
যৌথ পরিবারের মেয়ে শিশির। সে সবার অনেক আদরের। তার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। অভিজাত পরিবার বা সুদর্শন পাত্রের অভাব নেই। তবুও শেষ পর্যন্ত সব সন্মন্ধ ভেস্তে যায়।
কারণ শিশিরের দাবি, বিয়ের পর সব মেয়ে কেন শ্বশুর বাড়ি যাবে? যদিও ঘরজামাই হতে অনেকের সম্মতি আছে তবু ছেলেটিও বা কেন তার বাড়ি থেকে আলাদা হবে যাবে? তাই তার পণ বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি সবাই মিলেমিশে এক বাড়িতে থাকবে। দু’পক্ষের কাছেই পরের বাড়ি বলে কিছু থাকবেনা।
অনেক খোঁজার পর বিলেত ফেরত ছেলে অমি, শিশিরের যুগের থেকে এগিয়ে যাওয়া এই চিন্তার প্রেমে পড়ে এবং সব শর্ত মেনে নেয়। বিয়ে হয় তাদের। অনেক কাঠ খড় পুড়িয়ে একটি দুই তলা বাড়ি কিনে দুই পরিবারের মানুষগুলো এক হয়। শুরু হয় দুই পরিবারের নতুন করে সংসার গুছানো। বয়স্করা চলে আসে নীচে।
তরুণরা থাকে ওপরে, আরও কতো কি। বাড়ি এক হলেও মানুষগুলো কি আর এক হবে। এভাবেই নানা ঘটনায় এগিয়ে নাটকটির কাহিনী।