সিলেটে ‘জয় বাংলা’ মিছিল থেকে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সন্ধান২৪.কম ডেস্ক:  সোমবার রাত সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়কসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মধ্যরাতের  দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান (২৫) ও সহসাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)। গত ২৯ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান জানান, ওই দুজনকে সিলেট কোতোয়ালি থানায় আগের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাঁদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল সকাল নয়টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার নিয়ে মুখে কালো মাস্ক পরে মিছিল বের করেন কিছু তরুণ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে দলটির নেতা-কর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। এ সময় তাঁরা কোনো কর্মসূচিও পালন করেননি। দলটির সামনের সারির অধিকাংশ নেতাই এখন আত্মগোপনে আছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও হয়েছেন অনেকে। এর মধ্যে গতকাল সকালে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।

Exit mobile version