স্থিতিশীল একটি বস্তু দেখতে ব্রেন মানুষকে ১৫ সেকেন্ড অতীতে নিয়ে যায়

আমাদের চারপাশে লাখ লাখ আকৃতির জিনিসপত্র, রঙ। মুহুর্তে পাল্টে যাচ্ছে চলমান বস্তুগুলোর গতি। বোমা বিস্ফোরণ হলে যেমন চারদিকে তা ছড়িয়ে পড়ে, লাখ লাখ টুকরো হয়ে যায়- তেমনি এসব জিনিসের অসংখ্য তথ্য প্রতিক্ষণ আমাদের ব্রেনে প্রবেশ করছে। তাতে সাড়া দিচ্ছে মানুষকে পরিচালিত করার এই ছোট্ট ব্রেন। কোনো তথ্য সাড়া জাগাতে, মস্তিষ্ককে সক্রিয় করতে, লাখ লাখ তথ্যের ভিতর থেকে একটিকে আলাদাভাবে চিনে নিতে ব্রেন আমাদেরকে ১৫ সেকেন্ড অতীতে নিয়ে যায়। তার কাছে কম্পিউটারের হার্ডডিস্কে থাকা হাজারো তথ্যের মতো তথ্য থেকে একটি তথ্যকে বেছে বের করে এনে তবেই চিনে নিতে হয়, এসব বিষয়।
বিষয়টি খুব সহজ মনে হতে পারে। কিন্তু তত সহজ নয়। এসব কথা লিখেছেন ইউনিভার্সিটি অব আবারডিনের মনোবিজ্ঞান বিষয়ক সহকারী প্রফেসর মাউরো মানাসি এবং যুক্তরাষ্ট্রের বার্কলিতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞান বিষয়ক প্রফেসর ডেভিড হুইটনি।
তারা সায়েন্স বিষয়ক একটি ওয়েবসাইটে আরো লিখেছেন, আমাদের সামনে দৃশ্যমান যেসব বিষয় আছে তা অব্যাহতভাবে পরিবর্তনশীল। একই সঙ্গে আমাদের জন্য দৃশ্যমান হওয়ার জন্য ইনপুট হিসেবে অব্যাহতভাবে যেসব তথ্য প্রবেশ করানো হয় তাও ক্রমশ ‘ব্লিঙ্কিং’য়ের কারণে পরিবর্তনশীল। আমাদের চোখ, মাথা এবং শরীর প্রায়শই গতিশীল।
এই কোলাহলময় বিষয়ের ধারণা পেতে আপনার ফোনটি চোখের সামনে রাখুন। যখন হাঁটছেন তখন আশপাশের বিভিন্ন জিনিসের ভিডিও ধারণ করুন। আপনার দৃশ্যমান অভিজ্ঞতার প্রতিটি মুহূর্তকে আপনার ব্রেনকে মোকাবিলা করতে হয়। তা করতে গিয়ে সে বিচলিত হয় এবং অগোছালো ফলাফল দেয়।
আমাদের দেখা সবকিছুই আমাদের জন্য কাজে আসে না। ভিডিও রেকর্ড করার সময় এর উত্থান-পতন এবং ভিজুয়াল শব্দ বোঝার পরিবর্তে আমরা ধারাবাহিকভাবে একটি স্থিতিশীলতা উপলব্ধি করি। কিভাবে আমাদের ব্রেন এই স্থিতিশীলতা সৃষ্টি করে? বিজ্ঞানীদেরকে শতকের পর শতক ধরে এই প্রক্রিয়াটি মুগ্ধ করে আসছে। ফলে এটা ভিশন সায়েন্স বা দৃষ্টিবিজ্ঞানের অন্যতম একটি মৌলিক প্রশ্ন হয়ে আছে।
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন স্বয়ংক্রিয়ভাবে আমাদের দৃষ্টিবিষয়ক ‘ইনপুট’কে মসৃণ করে। প্রতিটি একক দৃশ্যমান ¯œ্যাপশট বিশ্লেষণের পরিবর্তে, একটি নির্দিষ্ট মুহূর্তে বিগত ১৫ সেকেন্ডে আমরা যা দেখেছি, তার একটি গড় উপলব্ধি করি। ফলে একে অপরের সঙ্গে আরও বেশি মিল দেখাতে বস্তুগুলিকে একত্রিত করার মাধ্যমে আমাদের মস্তিষ্ক আমাদের একটি স্থিতিশীল পরিবেশ উপলব্ধি করার জন্য কাজ করে।

Exit mobile version