সন্ধান২৪.কম: আগামী ১ অক্টোবর রোববার সন্ধায় জ্যামাইকার পারফমিং আর্টস সেন্টারে মঞ্চস্থ হবে মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজাকে নিয়ে লেখা গীতিনাট্য ‘হাসন জানের রাজা’ ।
আয়োজক সংগঠন ‘একতারা’র কর্মকর্তারা গত ৩০ আগস্ট সন্ধায় জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলন করে একথা জানান।


ওয়াশিংটনের নাট্যদল একতারা প্রযোজিত ‘হাসন জানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। গীতিআলেখ্য নাটকটির নির্দেশক শেখ মাওলা মিলন।
সংবাদ সম্মেলনে শেখ মাওলা মিলন জানান দুইঘন্টার এই নাটকে মোট ৪২ জন নাট্যকর্মী তাদেও অভিনয় প্রদর্শন করবেন। নিউইয়র্কে এই নাটকটি মঞ্চস্থ করতে সার্বিক ব্যবস্থাপনায় আছেন খায়রুল ভুঁইয়া পবন। ২০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত দর্শনীর বিনিময়ে দর্শক-শ্রোতাদের মরমী সাধক হাসন রাজাকে নিয়ে নির্মিত নাটকটি দেখতে হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে ‘হাসন জানের রাজা’ নাটকের স্লাইড শো দেখানো হয়।


সাংবাদিক সম্মেলনের আগে হাসন জানের রাজা নাটকটির বিভিন্ন বিষয় তুলে ধরতে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন মীর নিজামুল হক,শাহ্ জে. চৌধুরী ,আব্দুর রহিম বাদশা ,আনিসুল কবীর জাসির , লুৎফর রহমান বাবু ,আশরাফ হোসেন,মহিউদ্দিন দেওয়ান ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্য শিব্বীর আহমেদ।