সন্ধান২৪.কম ডেস্ক: ১৯১২ সালের ১৫ এপ্রিলে আলোড়িত ঘটনা। জাহাজ শিল্পে ইতিহাস সৃষ্টিকারী টাইটানিকউত্তর আটলান্টিকে ডুবে যায়। এদিন ডুবে যাওয়া জাহাজ থেকে সাহায্যের সংকেত পান নিউইয়র্ক থেকে ইউরোপের পথে থাকা আরএমএস কারপাথিয়ার ক্যাপ্টেন স্যার আর্থার রস্ট্রন। এরপর পথ বদলে সম্পূর্ণ গতিতে ছুটে এসে ২ ঘণ্টা পর টাইটানিকের কাছে পৌঁছায় কারপাথিয়া। জাহাজটি সাত শতাধিক ডুবতে থাকা যাত্রীকে উদ্ধার করে। সেই ব্রিটিশ নৌ ক্যাপ্টেন আর্থার রস্ট্রনকে উপহার দেয়া স্বর্ণের পকেট ঘড়ি সম্প্রতি নিলামে প্রায় ২০ লাখ ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছে। ১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানির ঘড়িটি ওই ঘটনার কৃতজ্ঞতা হিসেবে কারপাথিয়ার ক্যাপ্টেনকে উপহার দেয়া হয়েছিল। নিলামঘর হেনরি অলড্রিজ অ্যান্ড সন জানিয়েছে, এটি টাইটানিক স্মারকের জন্য পরিশোধ করা সর্বোচ্চ মূল্য। ঘড়িটি এখন যুক্তরাষ্ট্রের এক সংগ্রাহকের ব্যক্তিগত ভাণ্ডারে শোভা বাড়াচ্ছে। জানা যায়, টাইটানিকের ভ্রমণ করা সবচেয়ে ধনী ব্যক্তি জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রী এবং আরো দুজন ধনী ব্যবসায়ীর স্ত্রী ঘড়িটি স্যার আর্থার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন। যদিও ওই ঘটনায় তিন ব্যবসায়ী পানিতে ডুবে মারা যান। ঘড়িটির ওপর খোদাই করে লেখা ছিল, ১৫ এপ্রিল ১৯১২ তারিখে টাইটানিকের তিনজন জীবিত ব্যক্তির অন্তরের কৃতজ্ঞতা ও প্রশংসার সঙ্গে ক্যাপ্টেন রস্ট্রনকে নিবেদন করা হলো—মিসেস জন বি থায়ার, মিসেস জন জ্যাকব অ্যাস্টর ও মিসেস জর্জ ডি উইডেনার। নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, ‘এটি মূলত রস্ট্রনের সাহসিকতার জন্য কৃতজ্ঞতা হিসেবে উপহার দেয়া হয়েছিল। কারণ রস্ট্রন না থাকলে সেই ৭০০ জন মানুষ বাঁচতে পারতেন না।’ টাইটানিক স্মারকের জন্য পূর্ববর্তী রেকর্ডটির সঙ্গেও জড়িয়ে আছেন জন জ্যাকব অ্যাস্টর। তার মরদেহ থেকে উদ্ধার করা স্বর্ণের পকেট ঘড়িটি এপ্রিলে ১২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া টাইটানিক ডুবে যাওয়ার সময় বাজানো একটি বেহালা ২০১৩ সালে প্রায় ১১ লাখ ডলারে বিক্রি হয়।