সন্ধান২৪.কম: এবছর ফোবানার ৩৯ তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়।
আগামী লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগষ্ট যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে অনুষ্ঠিত হচ্ছে ফোবানা সম্মেলন। আটলান্টার সংগঠন “বাংলা ধারা” এবারের ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠনের দায়িত্ব পালন করছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ থেকে ৮ হাজার অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। সম্মেলনে প্রায় ৮ হাজার প্রবাসী বাঙালির মিলনমেলা হবে বলে আশা করা হচ্ছে।
সম্মেলনের মূল শ্লোগান “প্রবাস প্রজন্মের মনোনিবেশ, বিশ্বায়নে বাংলাদে ”। উত্তর আমেরিকায় বাংলাদেশিদের মধ্যে পারস্পারিক সম্পর্ক বাড়ানো, মূলধারায় সম্পৃক্ততা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও অর্থনৈতিক পরিমল্ডলে বাংলাদেশীদের অবস্থান শক্তিশালী করাই এবারের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য।
ফোবানা এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন হিসেবে আছেন লস এন্জেলেস এর মাসুদ রব চৌধুরী এবং এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবে আছেন নিউইয়র্ক এর আবীর আলমগীর। এছাড়াও আটলান্টার আয়োজক কমিটির কনভেনর নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি মাহবুব ভ্ইুঁয়া, হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা এবং কো-কনভেনর কাজী নাহিদ সম্মেলন আয়োজনের মুন দায়িত্ব গুলি পালন করছেন।
এবারের সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হবে।
ফোবানা সম্মেলনে থাকবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরের সাংগাঠনিক সাংস্কৃতিক পরিবেশনা, বিষয় ভিত্তিক সেমিনার, বইমেলা, সাহিত্য আসর, কাব্য জলসা, বিভিন্ন পন্যের স্টল, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস, হেলথ ফেয়ার, কনস্যুলেট সেবা এবং বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহনে সংগীতানুষ্ঠান।
সম্মেলনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি বিষয়ভিত্তিক সেমিনার। সেমিনার গুলিতে আলোচক হিসেবে অংশগ্রহণ করছেন উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুনী ব্যাক্তিবর্গ এবং বিশ্লেষকবৃন্দ।
সম্মেলনে থাকবে বইমেলা। বই মেলায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কবি লেখক ও বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন, এছাড়াও থাকবে সাহিত্য আসর এবং কাব্য জলসা।
এবারের সম্মেলনে আটলান্টা সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে প্রায় তিনশো’রও বেশী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে নানান অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক সেমিনার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জব ফেয়ার সহ নানান এন্টারটেইনমেন্ট ইভেন্টে ব্যাস্ত রাখবে নিজেদের।
ফেডারেশন ফোবানায় (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা) উত্তর আমেরিকার ২৪টি শহরের ৭৪টি বাংলাদেশী সংগঠন ফোবানার সাথে যুক্ত।


