সন্ধান২৪.কম: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে নিউইয়র্য় স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র।
গত ১০ নভেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় দলটি বেলুন উডিড়ে দিবসের উদ্বোধন করে। এরপর একটি শোভাযাত্রা জ্যাকসন হাইটসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নিউইয়র্য় স্টেট বিএনপির সভাপতি অলি উল্লাহ মো: আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিল্লুর রহমান জিল্লু ও সঞ্চালনা করেন নিউইয়র্য় স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে এবং বাংলাদেশে দ্রুত সংসদ নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরে আনার আহ্ববান জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সেলিম রেজা, গোলাম ফারুক শাহীন, জাহাঙ্গীর আলম, ওয়াহেদ মন্ডল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতা মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব
সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।
গিয়াস আহমদ আরও বলেন, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে।
অন্যান্য বক্তরা বলেন, আওয়ামী শাসনামলে দিবসটি স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেনি বিএনপি। স্বাধীনতার ঘোষক হিসেবে সমাদৃত জিয়াউর রহমান বীর উত্তমকে বরং ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বাংলাদেশের জাতিয় পতাকা,পোষ্টার,ফেষ্টুন ও ব্যানার নিয়ে জ্যাকসন হাইটসের ৩৭-৭৩ ও ৭৪ ষ্ট্রিট প্রদক্ষিণ করে।