শান্ত সমুদ্রে আচমকা তিমির ধাক্কা বোটে! সলিল সমাধি পাঁচ জনের

প্রতীকী ছবি

তিমির ধাক্কায় উল্টে গেল চার্ডার্ড বোট।

তিমির ধাক্কায় উল্টে গেল চার্ডার্ড বোট। প্রতীকী ছবি।

অত্যন্ত গভীর নিউজিল্যান্ডের কাইকউরায় সমুদ্র । সেখানে তিমি, ডলফিনদের আনাগোনাও প্রচুর। কিন্তু বোটে তিমির ধাক্কায় মৃত্যুর মতো ঘটনা আগে ঘটেছে বলে মনে করতে পারছেন না কেউই। সন্দেহ, অতিকায় তিমির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ২৮ ফুটের চার্টার্ড বোটটি। জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ছ’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজিল্যান্ডের দ্বীপশহর কাইকউরায় ২৮ ফুটের একটি চার্টার্ড বোট নিয়ে সমুদ্রে নেমেছিলেন ১১ জন। শান্ত সমুদ্রে বোট চলছিল স্বচ্ছন্দে। আচমকাই কেঁপে ওঠে বোট। তার পর তা উল্টে যায়।

Exit mobile version