মিসরের উপাসনালয়ে মিললো ২ হাজার ভেড়ার মাথা

সন্ধান২৪.কম : প্রত্নতত্ত্ববিদরা মিসরের দক্ষিণাঞ্চলীয় অ্যাবাইডোস শহরের একটি উপাসনালয়ে দুই হাজার ভেড়ার মাথার মমি খুঁজে পেয়েছেন । টলেমাইক যুগের এই মাথাগুলো পাওয়া গেছে দেশটির প্রাচীন শহর অ্যাবিডোসে দ্বিতীয় রামসেসের মন্দিরে । এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একদল প্রত্নতত্ত্ববিদ এসব মমি আবিষ্কার করেন।

বিবৃতিতে জানায়, শনিবার মন্দির থেকে ভেড়ার মাথার সঙ্গে মমি করা কুকুর, বন্য ছাগল, গরু, হরিণ ও বেজির মাথাও উদ্ধার করা হয়েছে। এগুলো নৈবদ্য (দেবতার প্রতি যে সামগ্রী নিবেদন করা হয়) হিসেবে মন্দিরে দান করা হয়েছিল। 

আমেরিকান মিশনের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, এগুলো দ্বিতীয় রামসেসের জন্য উৎসর্গ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সাত দশকেরও বেশি সময় রাজত্ব ছিল দ্বিতীয় রামসেসের। তাঁর সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব ১৩০৪-১২৩৭ পর্যন্ত।

মিসরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিসের প্রধান বলেন, এই আবিষ্কারগুলো দ্বিতীয় রামসেসের মন্দির এবং খ্রিষ্টপূর্ব ২৩৭৪ থেকে ২১৪০ এবং টলেমিক যুগের ৩২৩ থেকে ৩০ খ্রিষ্টপূর্বের মধ্যকার নির্মাণকার্য সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

প্রাণীর এসব মমি ছাড়াও প্রত্নতত্ত্ববিদেরা ৪ হাজার বছরের পুরোনো ৫ মিটার পুরু দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। প্রাচীন কয়েকটি মূর্তি, বৃক্ষ, চামড়ার পোশাক ও জুতাও সেখানে পাওয়া গেছে।

Exit mobile version