বর্তমান প্রজন্মের গানের দুই প্রিয় মুখ সংগীতশিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম তারা দুজন একসঙ্গে সিনেমায় প্লেব্যাক করেছেন।
প্রথম গানেই বাজিমাত করেছেন এ দুজন। আতিয়া আনিসা অবশ্য আগেও সিনেমাতে গান গেয়েছেন। কিন্তু অয়ন চাকলাদারের এবারই প্রথম সিনেমায় প্লেব্যাক করা।
সাম্প্রতিক সময়ের দর্শকপ্রিয় হিট সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি সারা
বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকের মধ্যেই শুধু নয়, সাধারণ দর্শকের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে গেল ২৭ জুন গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে।
গানটি এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ‘পরাণ’ সিনেমায় এই গানের দৃশ্যায়নে অভিনয়
করেছেন বিদ্যা সিনহা মিম ও শরীফুল রাজ।
গানটি লিখেছেন সাংবাদিক জনি হক, সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ।
গানটি প্রসঙ্গে অয়ন বলেন, গানটি গাওয়ার জন্য মূলত সুরকারই আমাকে প্রস্তাব দিয়েছিলেন। এটি আমার যেহেতু প্রথম প্লেব্যাক, তাই এই গানের প্রতি আমৃত্যু ভালোবাসা থাকবে। গানটির সহশিল্পী আতিয়া আনিসার প্রতি ভালোবাসা রইল। কারণ দুজনের গায়কীতেই গানটি অনবদ্য হয়ে উঠেছে। গানটির জন্য এত সাড়া পাব, ভাবনাতেও ছিল না। ‘পরাণ’ সিনেমাটি যেহেতু দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে এবং যাদেরই গানটি ভালো লাগছে, তারাই পরে ইউটিউবে শুনছেন, আর এভাবেই গানটি আরও ছড়িয়ে পড়ছে।
আতিয়া আনিসা বলেন, আমাকে গানটি গাওয়ার জন্য রায়হান রাফি ভাই প্রস্তাব দিয়েছিলেন। একটি মিষ্টি প্রেমের গান। গানের কথা, সুর ও গল্পের সঙ্গে এত চমৎকারভাবে মিলে গেল, যেন শ্রোতা-দর্শকের মনেও গেঁথে গেল। অয়ন ভাইয়া নিঃসন্দেহে দুর্দান্ত গেয়ে থাকেন। যথারীতি প্রথম প্লেব্যাকে তিনিও বাজিমাত করেছেন। আমার বিশ্বাস- গানটি আরও ছড়িয়ে যাবে।
অয়ন চাকলাদারের সংগীতায়োজনে আতিয়া আনিসা প্রথম স্নেহাশীষ ঘোষের লেখায় ‘আপন মনে হয়’ গানটি গেয়েছিলেন।
এদিকে কিছু দিন আগে মুক্তিপ্রাপ্ত ‘পাপ পুণ্য’ এবং সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘দিন দ্য ডে’ সিনেমাতেও প্লেব্যাক করে প্রশংসা কঁড়িয়েছেন আনিসা।