নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’ মুক্তি পেয়েছে। দেশের ২৪ প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে সিনেমাটি চলবে।
মুক্তির আগেই অবশ্য সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি রীতিমতো ভাইরাল।
গানের বাইরেও সিনেমায় চঞ্চল চৌধুরীর অভিনয় দেখতে মুখিয়ে সিনেপ্রেমীরা।
জানা গেছে, অধিকাংশ হলে সিনেমাটির প্রথম দুই-তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে, যা দেশের সিনেমার নিকট-অতীতে দেখা যায়নি।
‘হাওয়া’ কে নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত চলচ্চিত্রাঙ্গনের তারকারাও। সিনেমার ট্রেলার ও ভাইরাল গানটিতে মুগ্ধ ঢাকাই ছবির চিত্রনায়ক ওমর সানী। সিনেমাটি দেখার অপেক্ষায় তর সইছে না তার।
নব্বই দশকের সাড়াজাগানো এই নায়কের প্রত্যাশা— ‘হাওয়া’ দেশের সিনেমায় একটা ইতিহাস সৃষ্টি করবে।
সানী নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন— ‘কিছু দিন আগে মধুমিতা সিনেমা হলে ছবি দেখছিলাম; সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় কাঞ্চন ভাই, অনন্ত জলিল, বর্ষা। একটা ছবির ট্রেলার দেখলাম; অদ্ভুত মেকিং, কালার, আর্টিস্ট পারফরম্যান্স; বিশেষ করে চঞ্চল। তখন ভেবেছিলাম আমাদের বাংলা চলচ্চিত্র… ! ’হাওয়া’ আজ মুক্তি পাচ্ছে, একটা ইতিহাস হোক। আসল হচ্ছে গল্প এবং পরিচালক, তার পর শিল্পী। অপেক্ষায় থাকলাম ছবিটা দেখার জন্য। অগ্রিম অভিনন্দন ‘হাওয়া’।’
সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ।
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।