সন্ধান২৪.কম: নতুন বাংলা বছরকে ঘিরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা) তাদের ঐতিহ্যগত ধারাবাহিক অনুষ্ঠান শেষ করেছে । ১৪৩১ বৈশাখি প্রযোজনা নামে আয়োজন করা হয় গত শনিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিং, জ্যামাইকা অ্যাভিনিউতে।
বিপা আয়োজিত এর আগে বাংলা বর্ষবরণ ১৪৩১ অনুষ্ঠান হয়েছে ব্রæকলিনে, কুইন্সের সেন্টার হলে এবং জ্যামাইকা অ্যাভিনিউতে। প্রতিটি অনুষ্ঠানই ছিলো দর্শক নন্দিত।
এবারের আয়োজনে জ্যামাইকা অ্যাভিনিউতে বিকেল থেকেই শতশত দর্শক শ্রোতা, পারফর্মার এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিশু শিল্পীরা নানা বর্ণের আকর্ষণিয় পোশাকে সজ্জিত ছিল। বিপার ২০০ ছাত্রছাত্রী এবারের অনুষ্ঠানে পারফর্ম করেছে। বিপার মেধাবী ছাত্র-ছাত্রীরা মঞ্চে সমবেত কণ্ঠে প্রথম পরিবেশন করে- ‘প্রজাপতি প্রজাপতি/ কোথায় পেলে ভাই/ এমন রঙিন পাখা…’ তুমুল করতালির মধ্যে দ্বিতীয় সঙ্গিত ছিলো- ঝড় এলো এলো ঝড়/আম পড় আম পড়/ পাকা আম ডাসা আম/ টক টক মিষ্টি…’। এমন ৪টি গান গেয়ে বিপার শিশু শিক্ষার্থীরা দর্শকদের মাতিয়ে রাখে দীর্ঘসময়। গানের ফাঁকে ফাঁকে ছিল শিশু শিল্পীদের কবিতা ও ছড়ার আবৃতি। এসময় শিশুদের চমৎকার শুদ্ধ বাংলা উচ্চারণে তাদের পারদর্শিতা ফুটে উঠে।
বিপার প্রথম বাংলা বর্ষবরণ ১৪০০ সাল উপলক্ষ্যে বর্ণিল অনুষ্ঠান হয়েছিল জ্যামাইকায়। এবারের অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের সঙ্গিত, কবিতা আবৃত্তি ও নাচ।
অনুষ্ঠানে বিপার কর্মকর্তা সেলিমা আশরাফ, এ্যানি ফেরদৌস এবং নীলুফার জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মৃদুল আহমেদ এবং তাহমিনা পারভিন বিথি। এ্যানি ফেরদৌসের পরিচালনায় ‘ফিরে দেখা’ নৃত্যানুষ্ঠান দর্শকদের মন জয় করেছে।
সঙ্গিতে তবলা বাজিয়েছেন বিপার নবীন প্রজন্মের ছাত্ররা। তাদের দক্ষতায় অভিভাবকগণ অভিভুত হয়ে যান।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কালচারাল অ্যাফেয়ার্স এবারের অনুষ্ঠানে সহযোগিতা করেছে। এছাড়া নিউইয়র্ক সিটির কাউন্সিল মেম্বারদেরও এই আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।
বিপা তাদের ঐতিহ্যগত ধারাবাহিক অনুষ্ঠানগুলো আগামীতে আরও সুন্দরভাবে আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।