সন্ধান২৪.কম: ম্যানহাটানে ফ্যাশন উইকে ‘তোমার ঘরে বসত করে কয়জনা মন জানে না’ গানের সাথে বিভিন্ন দেশের তরুণী মডেলদের সাথে ফ্যাশন শো-তে অংশ নিলেন বাংলাদেশী মডেল তারকা সারাহ আলম।
৭ সেপ্টেম্বর গত শনিবার সন্ধ্যার বিভিন্ন বর্ণ আর ভাষার মানুষের সম্মিলনে বর্ণাঢ্য এ উৎসবটি ছিল সবচেয়ে কম বয়েসী ডিজাইনার রাইসাকে ঘিরেই।
বহুজাতিক এ উৎসবে বাঙালি তরুণী রাইসা রফিকের ই-কমার্স ফ্যাশন হাউস ‘রায়ু’র ডিজাইনগুলোই দৃশ্যমান হয়েছে। আর তা ঝলসে উঠেছিল আনিকা রশিদের কণ্ঠে গানটি পুরো মিলনায়তনে ভিন্ন এক আমেজে আবিষ্ট করায়। এভাবেই ২০২৩ সালে ফ্যাশন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফ্যাশন বিজনেস ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি নেয়া রাইসা রফিক ইতিহাসে বিশেষ এক স্থানেও অধিষ্ঠিত হলেন। পরিচিতি পেলেন বাঙালি ডিজাইনার হিসেবে।
‘সিজল আর্টস’ ব্যানারে অনুষ্ঠিত এ শো-তে রাইসা তার কালেকশনগুলোর ব্যাখ্যা দিয়ে বলেন: শো-এর জন্য দুটি কালেকশনের ‘গ্যাজ’ আমার পশ্চিমা অভিজ্ঞতাকে সম্মানিত করে, যেখানে রয়েছে সন্ধ্যাবেলার গাউন এবং পশ্চিমা বিবাহের পোশাক। অপরদিকে, ‘ইচ্ছা’ বাঙালি সংস্কৃতি এবং আমার শেকড়কে প্রকাশ করে, যেমন শাড়ি, সালওয়ার কামিজ এবং ঐতিহ্যবাহী সাদা এবং লাল রঙ-যা পহেলা বৈশাখকে প্রতিফলিত করে। এছাড়াও কাতান কাপড় এবং অন্যান্য বাঙালি ঐতিহ্যে ব্যবহৃত কাপড়গুলোকে আমি বেছে নিয়েছি বহুজাতিক সমাজে আমার সংস্কৃতিকে আরো জনপ্রিয়তা দিতে। আমি আশা করি এই শো-টি ফ্যাশনে বাঙালি সংস্কৃতির বৈশ্বিক পরিচিতি বাড়াবে। আমরা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে তুলে ধরার জন্য আমাদের সেরাটা দিয়েছি এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।”
নিউইয়র্ক ফ্যাশন উইকে এই আত্মপ্রকাশ শো-টি রায়ুর সাউন্ডস্পেস এবং ফ্যাশন সিজলের সাথে সহযোগিতার মাধ্যমে সম্ভব হয়েছে বলে জানা গেছে। ফ্যাশন সিজল প্রোডাকশন প্রায় এক দশকের অভিজ্ঞতা নিয়ে একটি অসাধারণ বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রদান করে।