সন্ধান২৪.কম:গত ২২ ফেব্রুয়ারি শনিবার নিউইয়র্কের ষ্টার রেস্টুরেন্টে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জ্যামাইকা শাখার আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
এর আগে উদীচী শিল্পী গোষ্ঠী জ্যামাইকা‘র নতুন কমিটির প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হীরো চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন।
সহ-সাধারণ সম্পাদক দিলীপ কুমার মোদকের সঞ্চালনায় একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক ও একুশে চেতনা পরিষদের আহ্বায়ক ওবায়েদুল্লাহ মামুন, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্লারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জুলফিকার হোসাইন বকুল,সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সঞ্জীবন সরকার, সাংবাদিক পিনাকী তালুকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মিনহাজ আহমেদ, উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, কমিউনিটির লিডার জাকির হোসেন বাচ্চু, কমিউনিটির লিডার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আচার্য, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুচরিত দত্ত, মোহনজি বানিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে উদীচী জ্যামাইকা শাখার সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায় চৌধুরীর সঞ্চালনায়, রফিকুল ইসলাম সানার তত্ত্বাবধানে সংগীত পরিবেশন করেন উদীচীর সংগীত শিল্পী, মুক্তি সরকার, স্নিগ্ধ আচার্য, ফুলু রায় চৌধুরী, ইমন বিশ্বাস, মুনমুন সাহা, শুভ্রা উর্মী নন্দী, জুলি খাস্তগীর, মিতা ঘোষ, ফারজানা রুমা, সুপ্রিয়া চৌধুরী , প্রতীমা সরকার, তুহিন মাহফুজ, ফাহমিদা চৌধুরী লুনা , পপি ঘোষ প্রমূখ ।
গানের ফাঁকে ফাঁকে, নৃত্য পরিচালক ও সংগীত শিল্পী জুলি খাস্তগীর পরিচালনায়, শিশুরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
সবশেষে, সভাপতি আশীষ রায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়।