সন্ধান২৪.কম: নিউইয়র্কে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ’র অনুষ্ঠানে বক্তরা, চলন্ত বাসে এবং লোকালয়ে নারী ধর্ষন, ডাকাতি, খুনসহ দেশব্যাপী আইনশৃংখলা ও মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির গভীর উদ্বেগ প্রকাশ করেন।
গত ২৩ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশের চেতনা ও আজকের বাংলাদেশ’শীর্ষক আলোচনা,শ্রদ্ধাঞ্জলি,কবিতা আবৃত্তি ও গণসংগীতের আয়োজন করা হয়। এ ছাড়াও ‘একুশের চেতনা পরিষদ’ থেকে বাংলাভাষা সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করা তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ’র এই ব্যানারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলাদেশ বেতারের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। প্রধান আলোচক ছিলেন বর্ষীয়ান সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।
আলোচনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস,সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান,সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা প্রতিনিধি মিথুন আহম্মদ,উদীচী যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক কল্লোল দাশ, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু।
এ ছাড়া আয়োজক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সনজীবন কুমার,জাকির হোসেন বাচ্চু ও আলীম উদ্দিন। আয়োজক সংগঠনের অন্যতম সদস্য মুজাহিদ আনসারী সূচনা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.ওবায়দুল্লাহ মামুন।
আবৃত্তি করেন বাচিকশিল্পী গোপন সাহা ও ক্লারা রোজারিও। উদীচী যুক্তরাষ্ট্র শাখা ও রেজা রহমান,মিলন কুমার রায় ও মুক্তি সরকার গণসংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন হিরো চৌধুরী।