সন্ধান২৪.কম: নিউইয়র্কে চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক কামাল পাশা চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গত ১১ আগষ্ট বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশে নিউইয়র্কে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন। সমাবেশে বক্তরা সাংস্কৃতিক যোদ্ধা কামাল পাশা চৌধুরীর অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবী জানান।
প্রবাসী নাগরিক সমাজ,নিউইয়র্ক-এর আয়োজনে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্ত রুখে দাঁড়ান’ শীর্ষক ব্যানারে কামাল পাশা চৌধুরীসহ সকল লেখক-সাংবাদিক-সাংবাদিক-বুদ্ধিজীবীর মুক্তি এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশটি সঞ্চালনা করেন উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম প্রতিনিধি মিথুন আহমেদ। বাংলাদেশের বর্তমান অনিবার্চিত সরকারের হটকারী সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠক মিনহাজ আহম্মেদ শাম্মু, সাংস্কৃতিক সংগঠক সাগর লোহানী, বিশিষ্ট রাজনীতিক আলী হাসান কিবরিয়া অুন, নাট্যকর্মী রোকেয়া রফিক বেবী, নাট্য সংগঠক বাশিরুল হক,যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি ক্লারা রোজারিও,সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, ,শাহবাগের গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আল আমিন বাবু ও জাকির আহমেদ রনি, কামাল পাশা চৌধুরীর মেয়ে নৈইমিশা চৌধুরী প্রমুখ।
কামাল পাশা চৌধুরীর মেয়ে নৈইমিশা চৌধুরী তার বক্তব্যে বলেন,‘আমার বাবাকে পরিকল্পিত ভাবে বেআইনী ভাবে গ্রেপ্তার করা হয়েছে। আমার বাবা কখনই ভয় পেয়ে চুপ থাকেনি। আমার বাবা সব সময়ই যখন যা কথা বলা দরকার বলে গেছে। আমি এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই না যে, আমার বাবাকে মুক্ত করা হোক। কারণ আমি জানি এটা এত সহজ না। এখানে দাড়িয়ে এটা বললেই এটি হয়ে যাবে না। আমি শুধু চাই এটি বলতে যে, বাংলাদেশের বাক স্বাধীনতা বলতে এখন কিছু নেই। কিন্ত আমরা যদি সবাই চুপ থাকি,তা হলে বাক স্বাধীনতা কখনই হবে না। বাক স্বাধীনতা আমাদের কাছে তুলে দেয়া হবে না। এ ব্যাপারে সবাইকে কথা বলতে হবে। আমার বাবা যেমন কথা বলে গেছে,আমি অনুরোধ করবো সবাই যেন কথা বলে যায়। তাদের মুক্ত চিন্তা-ভাবনা যেন সবাই তুলে ধরে, আমরা সবাই যেন চুপ হয়ে না থাকি।’
অন্যান্য বক্তরা বলেন, বাংলাদেশের শাসনক্ষমতায় অধিষ্ঠিত মৌলবাদী গোষ্ঠী পরিকল্পিত ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করতেই স্বাধীনতার স্বপক্ষের প্রগতীশীল মানুষদের গণহারে গ্রেপ্তার করছে।
বক্তারা আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ভাবে ব্যর্থ ইউনুস সরকার তথাকথিত মবের নামে প্রগতীশীল মানুষদের হত্যা ও গ্রেপ্তার করছে,যাতে করে কোন হত্যার বিচার না হয়। তারই ধারাবাহিকতায় কামাল পাশা চৌধুরী পাশাকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তরা অবিলম্বে কামাল পাশার মুক্তির দাবী জানিয়ে বলেন, তা না হলে নিউইয়র্কে তার মুক্তি চেয়ে লাগাতার আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া হবে।