সন্ধান২৪.কম: : নিউইয়র্কে ‘বাংলাদেশী প্রফেশনালস’ নামে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার নিউইয়র্কএর গুলশান টেরেসে বসবাসরত বাংলাদেশী পেশাজীবীদের এই সংগঠন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ ঘটায়।
সম্প্রীতি ও সমন্বয় বাড়িয়ে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করার লক্ষ্য নিয়ে নতুন সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে ‘বাংলাদেশী প্রফেশনালস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন নবগঠিত সংগঠনটির প্রেসিডেন্ট শেখ এনামুল কবির। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম।


অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, নির্বাচিত মেয়র জোহরান মামদানির ট্রানজিশন টিমের সদস্য মো. শামসুল হক, মূলধারার রাজনীতিক ফাহাদ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিষ্ট্রিক্ট ৩৬ নির্বাচনে প্রার্থী মেরি জোবায়দা, কম্যুনিটি লিডার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল হক, ব্যবসায়ী সালাম ভূইয়া, সাংবাদিক আবু তাহের, ডা. ওয়াজেদ এ খান,আকবর হায়দার কিরন, নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের নেতা টিপু সুলতান, লায়ন আহসান হাবিব, রাশেদ আহমেদ, হাসান মাহমুদ প্রমুখ।
সংগঠনটির প্রেসিডেন্ট শেখ এনামুল কবির বলেন, “দলীয় মতানৈক্যের ঊর্ধ্বে উঠে আমরা সকলে বাংলাদেশী এই পরিচয়ে এক নেটওয়ার্কে যুক্ত হতে চাই। সোস্যাল মিডিয়া, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় আমাদের কার্যক্রম থাকবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বহুজাতিক এ সমাজে আমরা এগিয়ে যাব।”
সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সাঈদ এম আলম নব গঠিত সংগঠনটিকে এগিয়ে নেতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংগঠনটির সমৃদ্ধি কামনা করে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নওশীন নেহরিন মৌ। সঙ্গীত পরিবেশনায় ছিলেন পারভেজ সাজ্জাদ, রন্টি দাস ও গাজী সালাহউদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবীসহ কম্যুনিটি লিডাররা উপস্থিত ছিলেন।


