সন্ধান২৪.কম: নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ জানুযারী সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে ‘বন্ধু মহল’ আয়োজিত স্মরণ সভায় মোয়াজ্জেম হোসেন মাসুদের আত্মত্যাগ ও দেশের প্রতি তার অবদান তুলে ধরা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাহমুদ।

মহান স্বাধীনতার এই সূর্যসন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সোলেয়মান আলী, মীর নিজামুল হক, ইকবাল মাহমুদ, জীবন শফিক, হেলাল মাহমুদ, হাকিকুল ইসলাম খোকন প্রমুখ। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও বিশিষ্ট্য স সংগঠক কাজল মাহমুদ।

বক্তরা বলেন,বন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।

বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


