সন্ধান২৪.কম ডেস্ক : মহারাষ্ট্রের পুনে জেলায় বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারের মৃত্যু হয়। এর সাথে আরও মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে বারামাতি এলাকায়, যেখানে বিমানটি জরুরি অবতরণের চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অজিত পাওয়ারের ব্যবহৃত একটি চার্টার্ড উড়ান ছিল। ফ্লাইট রাডারের তথ্য বলছে, বিমানটি সকাল ৮টা ১০ মিনিটে মুম্বই থেকে উড়েছিল এবং প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অবতরণের সময় বিমানটি গুরুতর সমস্যার সম্মুখীন হয়। বারামাতি বিমানবন্দরের ম্যানেজার শিবাজি তাওয়ারে জানিয়েছেন, VT-SSK নম্বরের বিমানটি রানওয়েতে নামার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের পাশ দিয়ে ছিটকে যায় এবং মাটিতে আছড়ে পড়ে বিস্ফোরিত হয়।
ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। জরুরি পরিষেবা, দমকল বাহিনী ও অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।


