সন্ধান২৪.কম : “আমরা নির্বাচন বয়কট করতে চাই না। আমরা নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন করতে দিতে হবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে।” নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভার্চুয়ালী)এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে গত ২৮ ডিসেম্বর রোববার ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য (ভার্চুয়ালী) রাখছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আয়োজনে ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল সম্মাননা জানান হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা জামাল হুসেন, ইফজাল চৌধুরী ও রেজা আব্দুল্লাহ স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান রিচি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাপ্তাহিত ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, সাংবাদিক শাবান মাহমুদ, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সামছুদ্দিন আজাদ, আজিজুর রহমান সাবু, সেলিনা মোমেন, অধ্যাপিকা হুসনে আরা, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকাট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, সাখাওয়াত আলী, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, যুবলীগ নেতা সোহানুর রহমান টুটুল প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী শাহীন হোসেন, সংগীত শিল্পী আল আমিন বাবু, মেহজাবিন মেহা, রেক্সোনা, কাকলী সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন আল আমিন বাবু।


