সন্ধান২৪.কমঃ ৩১ অক্টোবর সোমবার জ্যাকসন হাইটসে হ্যালোইন উদযাপন করা হয়।
বিকেল ৪ টায় ৯০ ষ্ট্রীট থেকে এলর্মহাস্ট-জ্যাকসন হাইটস কাউন্সিলম্যানে নেতৃত্বে হ্যালোইনের শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রাটি এসে শেষ হয় ৭৬ ষ্ট্রীটে।

জ্যাকসন হাইটসে হ্যালোইন প্যারেড শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই প্যারেডে অংশ গ্রহন করে। এ ছাড়া ব্যক্তিগত ভাবে শত শত অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এই উৎসবে সামিল হন। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশীদেরকেও তাদের শিশু-কিশোর সন্তানদের নিয়ে ভীতিকর মুখোশ, জামাকাপড় এবং ভূত,ডাইনি, ভ্যাম্পায়ার, কঙ্কাল এবং কালো বিড়ালের মতো প্রাণীসহ নানা বর্ণে-সাজে এই সমাবেশে অংশ নিতে দেখা যায়।

শোভাযাত্রার সমাপ্তিস্থলে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যালোইনে অংশ নেয়া শিশু-কিশোরদের নানা রকম ক্যান্ডিসহ মজাদার উপহার বিতরণ করা হয়।
এদিন ছিল ছুটির দিন। এদিন মানুষ ভৌতিক সিনেমা দেখে এবং সুপারহিরো কিংবা নায়কদের অনুকরণে পোশাক পরে উদযাপন করে।


আইরিশ ও স্কটিশ অভিবাসীরা ১৯শ শতকে এই ঐতিহ্য উত্তর আমেরিকাতে নিয়ে আসে। পরবর্তীতে বিংশ শতাব্দীর শেষভাগে অন্যান্য পশ্চিমা দেশগুলিও হ্যালোইন উদ্যাপন করা শুরু করে। বর্তমানে পশ্চিমা বিশ্বের অনেকগুলি দেশে হ্যালোইন পালিত হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, পুয়ের্তো রিকো, এবং যুক্তরাজ্য। এছাড়া এশিয়ার জাপানে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও হ্যালোইন পালিত হয়। সৌদি আরব এবার প্রথম হ্যালোইন উদযাপন করে।