সন্ধান২৪.কম : ঢাকায় উদীচীর ভবনে অগ্নীসংযোগের নিন্দা, শোষণ ও বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদ বিজয় দিবস উদযাপন করলো।
গত ২১ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসের এই আয়োজনে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বঘোষিত জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় ।

আলোচনা করেন বাঙালীয়ানা’র সম্পাদক সাগর লোহানী, ডা. আজিজুল হক, এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ। শোক প্রস্তাব পাঠ করেন জাকির হোসেন বাচ্চু।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই মাসে দেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের ত্যাগে; তবে বর্তমানেও মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে রাখার অপচেষ্টা চলছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে এবং অসাম্প্রদায়িক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় থাকার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান ছাড়াও উদীচী বাংলা স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা চিত্রাঙ্কনে অংশ নেয় ।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন উদীচীর শিল্পী সুচরিত দত্ত, মিনহাজ আহম্মেদ শাম্মু, রফিকুল ইসলাম, সুলেখা পাল, লিলি মজুমদার, শহীদ উদ্দীন, ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, ফুলু রায় চৌধুরী, রাবেয়া বেগম, স্নিগ্ধা আচার্য, সুপর্ণা সরকার রীমা, সুপ্রিয়া চৌধুরী, শুভ্রা উর্মি প্রমুখ।

এছাড়া শিশুশিল্পী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় রায়ওসী বিশ্বাস, আছিমা হোসেন, অদ্বৈতা নন্দী, কৃতিকা নন্দী, সোনিয়া আকতার, আদিত্য সরকার, আয়ুস্মান বিশ্বাস, প্রিয়ম দে, আজহার উদ্দীন, পূর্ণা দে।


