সন্ধান২৪.কম: রংপুরের তারাগঞ্জে চর্মশিল্পী রূপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অভিযোগে মব সন্ত্রাসের মাধ্যমে নৃশংস হত্যার প্রতিবাদে বাংলাদেশের উত্তরাঞ্চল গাইবান্ধা শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বাংলাদেশ রবিদাস ফোরামের আয়োজনে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে ১২ আগষ্ট মঙ্গলবার এই মানববন্ধনের আয়োজন করা হয় হয়।

সমাবেশ থেকে হামলাকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারগুলোর সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং প্রশাসনের উদাসীনতার তদন্ত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ রবিদাস ফোরামের সভাপতি সুনিল রবিদাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি বিপুল কুমার দাস, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক রনজিত সরকার, বাংলাদেশ রবিদাস ফোরামের জেলা সাধারণ সম্পাদক খিলন রবিদাস, সদর উপজেলা সভাপতি জীবন রবিদাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক সুজন রবিদাস, ফুলছড়ি উপজেলার সভাপতি সুবল রবিদাস, অধীর রবিদাস, অমল রবিদাস, কমল রবিদাস, নিশিতা রানী, মাধবী রানী সরকার প্রমুখ। বক্তরা বলেন, এটি মানবাধিকারের লঙ্ঘন। এই ঘটনা জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও নাগরিক অধিকারের ওপর আঘাত। এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
সমাবেশে বক্তারা বলেন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এখন একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। রংপুরে নিরীহ চর্মশিল্পীদের উপর এই ধরনের হামলা মানুষের মনে চরম আতঙ্ক তৈরি করেছে।
এছাড়াও বক্তারা রাষ্ট্রীয় পর্যায়ে হিন্দু স¤প্রদায়ের প্রতি বারবার সংঘটিত সহিংসতার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ নীতি প্রণয়ন, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বকে সাম্প্রদায়িক উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান।


